বহরমপুর: মুর্শিদাবাদ বহরমপুরে বড়সড় সংঘর্ষ হল পিকআপ ভ্যান ও ছোট গাড়ির। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের(Murshidabad) বহরমপুর মহকুমার অন্তর্গত চোয়া এলাকায়। দুর্ঘটনায় গুরুতর জখম হন পিকআপ ভ্যানের চালক। তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ (Murshidabad) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, ওই ব্যক্তির বাড়ি ডোমকল এলাকায়। স্থানীয় সূত্রে খবর, স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গজনিপুর থেকে স্কুলের দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ছোট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে। এদিন স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শন করে বলেন, ‘সড়কে নজরদারি আরও বাড়ানো দরকার নইলে আগামী দিনে বড় বিপর্যয় ঘটবে’