বেলডাঙ্গা: বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদে (Murshidabad) অস্ত্রের আমদানি বন্ধ করতে বদ্ধপরিকর জেলা পুলিশ। টানা তল্লাশি চালিয়ে দুটি পাইপ গান, কার্তুজ সহ গ্রেপ্তার করা হল এক কুখ্যাত অস্ত্র কারবারিকে। ধৃতের নাম মোবারক হোসেন। বেলডাঙ্গা (Beldanga) থেকে গ্রেপ্তার (Arrest) করা হয় তাকে।
প্রাথমিক জেরায় জানা গিয়েছে, ওই যুবক রেজিনগর এলাকার বাসিন্দা। বর্তমানে বেলডাঙায় এসে থাকতে শুরু করে সে। গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙার এসডিপিও উত্তম গড়াইয়ের নেতৃত্বে আইসি সুমিত তালুকদার বিশাল পুলিশবাহিনী নিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে। এরপরই তাকে পাকড়াও করা হয়। এসডিপিও বলেন, ‘যেনতেন প্রকারে মুশিদাবাদে অস্ত্রের আমদানি রুখতে আমরা প্রস্তুত। ধৃতকে জেরা করে বহু অজানা তথ্যের হদিস মিলবে বলে মনে করা হচ্ছে।’ ঘটনার তদন্তে পুলিশ।