ভগবানগোলা: পদ্মার গ্রাসে বিএসএফের (BSF) আন্তর্জাতিক নজরদারিতে ব্যবহৃত ওয়াচ টাওয়ার। ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে মুর্শিদাবাদের (Murshidabad) সীমান্তঘেঁষা ভগবানগোলার বিস্তীর্ণ এলাকাজুড়ে। সীমন্তের সুরাক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এবিষয়ে ভগবানগোলার বিডিও অনির্বান শাহু জানান, যে জায়গা ভাঙনে তলিয়ে গিয়েছে, সেখানে ওয়াচ টাওয়ার করা হয়েছিল। জানা গিয়েছে, পদ্মা নদী ভগবানগোলার চরলবনগোলা এলাকায় ভাগ হয়ে মূল অংশটি প্রবাহিত হয়েছে আখেরিগঞ্জ পঞ্চায়েতের মাঝপাড়ার দিকে। এদিকে শাখা নদী হিসেবে প্রবাহিত হয়েছে একই পঞ্চায়েতের নশিপুর, খড়িবোনার দিকে। পাতিবোনা সীমান্তের জিরো পয়েন্ট। ওই এলাকা দিয়ে পদ্মা নদী প্রবাহিত হওয়ার কারণে বিস্তীর্ণ এলাকায় কোনও কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে ওয়াচ টাওয়ারে থাকা বিদ্যুৎ সংযোগ আপাতত বিচ্ছিন্ন করা হয়েছে।