উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সমবায়ের দখল হাতে রাখতে সবরকম ভাবে সন্ত্রাস তৈরি করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত পুলিশকে লাঠিচার্জও করতে হয়। কিন্তু তারপরও মুর্শিদাবাদের (Murshidabad) দৌলতাবাদের মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে জয়ী হল বাম-কংগ্রেস জোট। ৪৩ আসনের সমবায় সমিতিতি প্রায় ধুয়ে-মুছে গেল তৃণমূল। তৃণমূল পেয়েছে ৪ টি আসন, অন্যদিকে বাম-কংগ্রেস জোটের পক্ষে গিয়েছে ৩৯টি আসন। এই সমবায় সমিতিতে মোট ভোটার ১০৫৬ জন।
রবিবার সকাল থেকেই এই নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বাম-কংগ্রেসের অভিযোগ, ভোটারদের ভয় দেখিয়ে বাধা দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাম-কংগ্রেসের ক্যাম্পে ভাঙচুর করা হয় চেয়ার-টেবিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ। ১০ জনকে, আটক করা হয়। বাম-কংগ্রেসের অভিযোগ বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডলই এই যাবতীয় অশান্তির নেপথ্যে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন আইজুদ্দিন। তবে ভোটের ফল প্রকাশিত হতেই বাম-কংগ্রেস সমর্থকদের মধ্যে উল্লাস শুরু হয়ে যায়। অন্যদিকে ভোটে হেরে অস্বস্তিতে পড়ে ঘাসফুল শিবির।