নওদা: কাঁটাতার টপকে মুর্শিদাবাদে ইন্দো-বাংলা সীমান্ত হয়ে ভারত ভূখণ্ডে প্রবেশ করে আত্মগোপন করেছিল এক সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। আরিফ খান নামে ওই ব্যক্তিকে মুর্শিদাবাদের নওদা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি তাকে জেরা করে হদিশ মিলেছে তার এজেন্টেরও। ঘটনায় ব্যাপক শোলগোল দেখা দিয়েছে মুর্শিদাবার নওদা লাগোয়া এলাকায়। ধৃত ওই সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক খুলনা জেলার বাসিন্দা। নওদার বাসিন্দা শাহাজামাল শেখ নামে এক এজেন্টের সাহায্যে সে এদেশে প্রবেশ করে। তার গোপন আস্তানার ব্যবস্থাও করে দেয় এজেন্টই। গোপন সূত্রে বিষয়টি জানতে পেরে শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃতদের পুলিশ হেপাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়েছে।