উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে মুম্বইয়ে বিকল হয়ে পড়ল মনোরেল। প্রায় ১ ঘন্টা ধরে আটকে পড়েন প্রায় ১০০ জন যাত্রী। ঘটনার জেরে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। যদিও তাদের উদ্ধারের কাজ শেষ হয়েছে বলে জানা গেছে। মুম্বাই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি (এমএমআরডিএ) জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহের সামান্য সমস্যার কারণে উঁচু ট্র্যাকে চলাচলকারী মনোরেল রেকটি আটকে যায়। একটি ভিডিওতে দেখা গেছে, যে দমকল কর্মকর্তারা উদ্ধার অভিযান শুরু করার আগে ভীত যাত্রীরা ট্রেনের জানালা ভাঙার চেষ্টা করছেন। জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ আশ্বাস দিয়েছেন যে ‘সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হবে। ঘটনার তদন্তও করা হবে।’
মঙ্গলবার সন্ধ্যা ৬:১৫ নাগাদ চেম্বুর এবং ভক্তি পার্কের মধ্যে ট্রেনটি হঠাৎই থেমে যায়। তাৎক্ষণিকভাবে সাড়া দিয়ে, মুম্বাই ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রাথমিক ভাবে জানা গেছে, গত দুই দিন ধরে শহরে লাগাতার বৃষ্টিপাতের ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার কারণে এটি ঘটেছে। প্রবল বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট প্লাবিত হয়েছে, যাত্রী এবং যানবাহনগুলি জলমগ্ন রাস্তায় চলাচল করতে সমস্যায় পড়েছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সাপ্তাহিক ক্যাবিনেট বৈঠকের পর বলেন, ‘মুম্বইতে প্রায় ৩০০ মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। শহরের লাইফলাইন শহরতলির ট্রেনগুলি ধীর হয়ে গেছে। মিঠি নদী (যা মুম্বাইয়ের মধ্য দিয়ে চলে) বিপদসীমায় পৌঁছেছে এবং ৪০০ থেকে ৫০০ লোককে সরিয়ে নিতে হয়েছে।”