Mumbai ED Workplace | মুম্বইয়ের ইডি দপ্তরে বিধ্বংসী অগ্নিকাণ্ড! গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্টের আশঙ্কা কর্মীদের

Mumbai ED Workplace | মুম্বইয়ের ইডি দপ্তরে বিধ্বংসী অগ্নিকাণ্ড! গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্টের আশঙ্কা কর্মীদের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড (Hearth) মুম্বইয়ের ইডি দপ্তরে (Mumbai ED Workplace)। শনিবার গভীর রাতে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও ধোঁয়ায় ছেয়ে রয়েছে চারপাশ। ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই খবর। তবে অগ্নিকাণ্ডের জেরে দপ্তরে থাকা নথিপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

জানা গিয়েছে, দক্ষিণ মুম্বইয়ের বালার্ড এস্টেট এলাকায় অবস্থিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরের বহুতল ভবনে আগুন লাগে। রাত আড়াইটে নাগাদ দমকলকে ফোন করে খবর দেওয়া হয়। এরপরই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। রাত সাড়ে ৩টে নাগাদ আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে, সেটিকে ‘লেভেল ২’-এ উন্নীত করা হয়, যা সাধারণত একটি বড় অগ্নিকাণ্ড বলেই বিবেচিত হয়। ওই বহুতলের পাঁচতলায় আগুন সীমাবদ্ধ ছিল।

দমকল সূত্রে খবর, প্রথমে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছিল। পরবর্তীতে আগুনের তীব্রতা বুঝে আরও ছ’টি বড় ট্যাঙ্কার, একটি এরিয়াল ওয়াটার টাওয়ার টেন্ডার, একটি উদ্ধারকারী ভ্যান সহ একটি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল। রবিবার সকাল পর্যন্ত দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন সেখানে।

গভীর রাতে ইডির দপ্তর বন্ধ ছিল। সেই সঙ্গে ভেতরে কোনও কর্মীরা না থাকায় বড়সড়ো দুর্ঘটনা এড়ানো গিয়েছে। অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত করা হয়নি দমকলের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *