Mumbai | ৩৪ মানববোমা, ৪০০ কেজি আরডিএক্স দিয়ে মুম্বই ওড়ানোর হুমকি, নয়ডা থেকে গ্রেপ্তার ১

Mumbai | ৩৪ মানববোমা, ৪০০ কেজি আরডিএক্স দিয়ে মুম্বই ওড়ানোর হুমকি, নয়ডা থেকে গ্রেপ্তার ১

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৩৪ জন আত্মঘাতী জঙ্গি ৪০০ কেজি আরডিএক্স নিয়ে ছড়িয়ে পড়েছে মুম্বই (Mumbai)-য়ে। শুক্রবার এমন খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বাণিজ্যনগরীতে। জারি হয় হাই অ্যালার্ট (Excessive Alert)। হুমকির ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই নয়ডা (Noida) থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তর নাম অশ্বিনী কুমার (৫১)। গত পাঁচ বছর ধরে নয়ডায় বসবাস করছিল সে। নয়ডা থেকে কেনা একটি মোবাইল এবং সিমকার্ড ব্যবহার করে মুম্বই পুলিশের কাছে হুমকিবার্তা পাঠানো হয়। তদন্তে নেমে শনিবার ভোরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তকে নয়ডার সেক্টর-১১৩ থেকে গ্রেপ্তার করা হয়। তাকে মুম্বই নিয়ে গিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

গতকালই মুম্বইয়ের ট্রাফিক পুলিশের হেল্পলাইনে হুমকি বার্তা আসে। সেখানে জানানো হয়, ৩৪ জন মানববোমা ৪০০ কেজি আরডিএক্স নিয়ে রয়েছে। এই কাজে ৩৪টি গাড়ি ব্যবহার করা হয়েছে। সব বোমা ফেটে ছারখার হয়ে যাবে গোটা শহর। অন্তত এক কোটি মানুষের মৃত্যু হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লস্কর-ই-জিহাদি নামে এক সংগঠনের তরফে এই হুমকি দেওয়া হয়। পুলিশের বক্তব্য অনুযায়ী, গোয়েন্দা সূত্র মারফত প্রাপ্ত তথ্য থেকে জানা গিয়েছে, ১৪ জন পাকিস্তানি জঙ্গি ইতিমধ্যে ঢুকে পড়েছে দেশে। এমন হুমকি বার্তা পাওয়ার পরই শহরজুড়ে তল্লাশি শুরু হয়। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা বাণিজ্যনগরী। উড়ো ফোন পাওয়ার পরই সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই হুমকি বার্তা ভুয়ো। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেটাই নিশ্চিত করতে চায় পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *