Mumbai | মুম্বইতে অল্পের জন্য রক্ষা পেল ইন্ডিগোর বিমান, অবতরণের সময় রানওয়েতে ঘষা খেল পিছনের অংশ

Mumbai | মুম্বইতে অল্পের জন্য রক্ষা পেল ইন্ডিগোর বিমান, অবতরণের সময় রানওয়েতে ঘষা খেল পিছনের অংশ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ইন্ডিগোর একটি বিমান। শনিবার সকালে ব্যাঙ্কক থেকে মুম্বইয়ে অবতরণের সময় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কম থাকায় পাইলট বিমানটিকে রানওয়ের অনেক নিচ দিয়ে নিয়ে যাচ্ছিলেন, যার ফলে অবতরণের সময় বিমানের পিছনের অংশ রানওয়েতে ঘষা খায়। যদিও পাইলটের তৎপরতায় শেষ পর্যন্ত পরিস্থিতি সামলে নেওয়া সম্ভব হয় এবং কোনও বড়সড় ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ইন্ডিগো কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, “বিমানটির পাইলট অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামলে নিয়েছেন। বিমানটি এখন সম্পূর্ণ নিরাপদ। নিয়ম অনুযায়ী, বিমানটির সম্পূর্ণ যান্ত্রিক পরীক্ষা করা হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে তবেই পুনরায় ওড়ার ছাড়পত্র দেওয়া হবে।”

তবে এই ঘটনা ইন্ডিগোর জন্য নতুন নয়। গত দুই বছরে এ নিয়ে সাতবার একই ধরনের ঘটনা ঘটেছে। ইন্ডিগোর বিমানে এমন বারবার অবতরণজনিত সমস্যার কারণে দেশের বিমান পরিবহণ নিয়ামক সংস্থা ‘ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন’ (DGCA) এর আগেও উদ্বেগ প্রকাশ করেছিল। ২০২৩ সালে এই ধরনের ঘটনার জন্য ডিজিসিএ ইন্ডিগোকে ৩০ লাখ টাকা জরিমানা করেছিল। বারবার একই ধরনের ঘটনা বিমান সংস্থাটির নিরাপত্তা ব্যবস্থার উপর নতুন করে প্রশ্ন তুলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *