উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে হাসিনা সরকারের বর্ষপূর্তির দিনেই ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের কথা জানিয়ে দিল অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে একথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)। তিনি বলেন, ‘এ জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে। যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে।’
এদিন ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
এদিন ছিল গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি। ২০২৪ সালে আজকের দিনেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবল গণবিক্ষোভের মুখে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন। ঘোষণাপত্রে বলা হয়েছে, জুলাই গণ–অভ্যুত্থানের সব শহিদদের ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা করা হবে। শহিদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র–জনতাকে প্রয়োজনীয় সব আইনি সুরক্ষা দেওয়া হবে। এছাড়াও সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথাও বলা হয়েছে ঘোষণাপত্রে। আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধসম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার কথাও ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে আওয়ামি লিগ সরকারের আমলে বিভিন্ন অপরাধের উপযুক্ত বিচারের অঙ্গীকারও করা হয়েছে এই ঘোষণাপত্রে।