Muhammad Yunus | চিন সফরে গিয়ে ‘সেভেন সিস্টার্স’ নিয়ে বিতর্কিত মন্তব্য ইউনূসের, কী বললেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা?

Muhammad Yunus | চিন সফরে গিয়ে ‘সেভেন সিস্টার্স’ নিয়ে বিতর্কিত মন্তব্য ইউনূসের, কী বললেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা?

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চিন সফরে গিয়ে উত্তরপূর্ব ভারতের ৭ রাজ্যকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মুহাম্মদ ইউনূস। ইউনূসের দাবি, ‘উত্তর-পূর্বে ভারতের সাতটি রাজ্য একটি স্থলবেষ্টিত দেশ, ভারতের স্থলবেষ্টিত অঞ্চল। তাদের সমুদ্রে পৌঁছনোর কোনও উপায় নেই। এই অঞ্চলে আমরাই সমুদ্রের দেখভাল করি। এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে।’ যা নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ নয়া দিল্লি।

চিনকে প্রলুব্ধ করে বাণিজ্য সম্প্রসারণের দৃষ্টিকোন থেকে উত্তরপূর্ব ভারতকে তুলে ধরেন তিনি। বলেন, “ভারতের সাতটি রাজ্য, ভারতের পূর্ব অংশকে সেভেন সিস্টার্স বলা হয়। তারা ভারতের একটি স্থলবেষ্টিত অঞ্চল। তাদের সমুদ্রে পৌঁছানোর কোনও উপায় নেই। সুতরাং এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এটি চিনা অর্থনীতির একটি সম্প্রসারণ হতে পারে।’ শুক্রবার বেজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়াল হোটেলে ‘টেকসই অবকাঠামো এবং জ্বালানি’ বিষয়ক এক উচ্চ পর্যায়ের আলোচনায় ইউনূস একথা বলেন।

যদিও ইউনূসের মন্তব্য নিয়ে কোনও প্রকাশ্য বিবৃতি দেয়নি ভারত। তবে সূত্রের খবর, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার করা এই মন্তব্য প্রত্যাহারের দাবি জানাতে পারে নয়া দিল্লি। উত্তরপূর্ব ভারতের ৬ রাজ্যে অস্থিরতা তৈরির জন্য চিনের নির্দেশেই ইউনূস এই বিবৃতি দিয়ে থাকতে পারেন বলে মনে করছে নয়াদিল্লি। ভারত সরকার মনে করছে উত্তরপূর্বের ৭ রাজ্য সমুদ্রে পৌঁছতে বাংলাদেশের উপর নির্ভরশীল এই তথ্য সম্পূর্ণ ভ্রান্ত। উত্তর-পূর্বের সাতটি রাজ্য ভারতের অবিচ্ছেদ্য অংশ। এবং এই এলাকা মোটেই স্থলবেষ্ঠিত নয়। ভারতের একটি সুবিশাল উপকূল এলাকা রয়েছে। যেখান থেকে সারা দেশকে পরিষেবা দেওয়া হয়। ভারতের উত্তর-পূর্বাঞ্চল বাংলাদেশের সঙ্গে আইনত বাধ্যতামূলক চুক্তির মাধ্যমে সংযুক্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *