Mud Storm | ধুলোর ঝড়ে লন্ডভন্ড দিল্লি, বাতিল একাধিক বিমান, লাল সতর্কতা রাজধানী শহরে  

Mud Storm | ধুলোর ঝড়ে লন্ডভন্ড দিল্লি, বাতিল একাধিক বিমান, লাল সতর্কতা রাজধানী শহরে  

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মিলে গেল আবহাওয়ার পূর্বাভাস। ধুলোর ঝড়ে লন্ডভন্ড দিল্লি। শুক্রবার সন্ধ্যায় ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিতে হল ঝড়। ঝড়বৃষ্টির কারণে রাত ৯টা পর্যন্ত দিল্লি এবং সংলগ্ন এলাকায় লাল সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসম ভবন (আইএমডি)। ঝড়ে উপড়ে পড়ল শয়ে শয়ে গাছ। বাতিল হল একাধিক বিমান। বহু বিমান দিল্লির বদলে অন্য জায়গায় অবতরণ করতে বাধ্য হয়েছে। গাছ উপড়ে পড়ার কারণে বহু রাস্তায় বন্ধ যানচলাচল। এদিন দিল্লির পাশাপাশি, এনসিআর, হরিয়ানা, উত্তরপ্রদেশের পশ্চিমাংশেও ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বজ্রপাতও হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে দিল্লি এবং সংলগ্ন এলাকায় এই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শহরের তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হয়েছে। গতকালও দিল্লিতে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *