উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘পরের ১৫-২০ বছরও চেন্নাইতেই থাকব।’ এমন মন্তব্যটি করেছেন মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, আগামী মরসুমেও আইপিএলে খেলবেন কি না? আর এই প্রশ্নের উত্তরেই এমন মন্তব্যটি করেন মাহি।
তিনি বলেন, “আমি সব সময় বলেছি, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও অনেক সময় আছে। কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন আবার হলুদ জার্সি পরব কি না, তা হলে বলব, আমি সব সময় হলুদ জার্সিই পরব। সেটা আমি খেলোয়াড় হিসাবে পরছি কি না, সেটা অন্য প্রসঙ্গ।”
গত মাসেই নিজের ৪৪ তম জন্মদিনটি পালন করেছেন মাহি। এই বয়েসেও আর কতদিন খেলা চালিয়ে যেতে পারবেন তিনি, এই প্রশ্নটি বিভিন্ন সময় ঘুরপাক খাচ্ছে তাঁর অনুরাগীদের মধ্যেই। সেই আবহেই এদিন ধোনি জানিয়ে দেন যে, আগামী ১৫-২০ বছর চেন্নাইতেই থাকবেন তিনি। তাঁর এই কথা শুনে উল্লাসে ফেটে পড়েন সেখানে উপস্থিত চেন্নাই সমর্থকেরা। এরপরেই মাহি বলে ওঠেন, “আশা করি, সকলে এটা ভাবছেন না যে, আমি আরও ১৫-২০ বছর খেলব। তবে আমি খেলি বা না খেলি, হলুদ জার্সিতেই সব সময় আমাকে দেখা যাবে। চেন্নাইয়ের সঙ্গে আমার বন্ধন কখনও ছিন্ন হবে না। যে ভালোবাসা এখানে পেয়েছি তা ভারতের আর কোথাও পাইনি। তার প্রতিদান তো কিছু দিতেই হবে।”