চেন্নাই : তাঁর অবসর নিয়ে জল্পনা চলছে। প্রাক্তন সতীর্থরাও অবসরের দাবি তুলছেন। এত কিছুর মধ্যেও তিনি অসম্ভব শান্ত। বরং নিজের ছোটবেলা নিয়ে স্মৃতিচারণায় মগ্ন ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনি।
ছোটবেলায় বাবাকে প্রচণ্ড ভয় পেতেন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই জানিয়েছেন তিনি। ধোনি বলেছেন, ‘ছোটবেলায় বাবাকে প্রচণ্ড ভয় পেতাম। তিনি খুব কড়া শাসনে রেখেছিলেন আমাকে। কলোনিতে থাকার সময় বন্ধুরা সবাই পাঁচিলে উঠত। কিন্তু বাবার চোখে পড়ার ভয়ে আমি কোনওদিন সেই চেষ্টা করিনি। বাবা নিজে শৃঙ্খলাপরায়ণ মানুষ। সেই কারণেই হয়তো আমি শৃঙ্খলা মেনে চলি।’
এদিকে চেন্নাই দলের খারাপ সময় কাটছে না। চলতি আইপিএলে চারটি ম্যাচের তিনটিতেই হেরেছে তারা। দলের ব্যর্থতায় প্রাক্তন সতীর্থ থেকে ক্রিকেটপ্রেমীরা কাঠগড়ায় তুলেছেন ‘ক্যাপ্টেন কুল’-কে। তবে এই পরিস্থিতিতে ধোনির পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। তিনি বলেছেন, ‘এখনও ধোনি দুর্দান্ত উইকেটকিপিং করছে। তবে চেন্নাই দলে ওর ভূমিকার পরিবর্তন হয়েছে। শেষ ১০-১২ বল খেলে ম্যাচে প্রভাব ফেলার চেষ্টা করছে। তবে আইপিএলে ধোনি এখনও বিপজ্জনক।’ তিনি আরও যোগ করেছেন, ‘যদি ব্যাট হাতে ধোনি ম্যাচে প্রভাব ফেলতে পারে, তাহলে ওর খেলা চালিয়ে যাওয়া উচিত। যদি সেটা না হয়, তাহলে অবসরের চিন্তা করতে পারে।’
রিকি পন্টিংয়ের বক্তব্যের বিপরীত মেরুতে দাঁড়িয়ে প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর। তিনি মনে করেন, যদি অধিনায়কই না থাকেন শুধু খেলোয়াড় হিসেবে ধোনির এই পারফরমেন্স মেনে নেওয়া যায় না। যদিও ধোনি নিজে অবসর নিয়ে বলেছেন, ‘আমি এখনও আইপিএল খেলছি। তবে আগামী বছর খেলব কি না সেটা ভাবার জন্য যথেষ্ট সময় হাতে আছে। যদিও সবটাই নির্ভর করছে আমার শরীরের ওপর।’
অন্যদিকে, চেন্নাইয়ের ব্যর্থতার মাঝে বিতর্কে দলের তারকা রবিচন্দ্রন অশ্বীনের নিজস্ব ইউটিউব চ্যানেল। তাঁর চ্যানেলে চেন্নাইয়ের ম্যাচ বিশ্লেষণ করতে বিশ্লেষক প্রসন্ন আগোরাম জানান, চেন্নাইয়ের উচিত আফগান তারকা নুর আহমেদকে বসিয়ে একজন বিদেশি ব্যাটার খেলানো। এই বিশ্লেষণের প্রবল সমালোচনা করেন চেন্নাই সমর্থকরা। ফলে বিতর্কে ইতি টানতে চ্যানেলে পক্ষ থেকে জানানো হয়, বাকি মরশুমে চেন্নাইয়ের কোনও ম্যাচের বিশ্লেষণ করা হবে না।