উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার মস্কোয় (Moscow) গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সূত্রের খবর, এই আলোচনার মূল বিষয় ছিল নিরাপত্তা, অর্থনৈতিক এবং জ্বালানি ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা আরও বাড়ানো।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন। ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ ৫০ শতাংশে পৌঁছেছে। সেই আবহেই এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এই প্রসঙ্গে রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দোভাল জানান, ভারত ও রাশিয়ার মধ্যে একটি খুবই বিশেষ এবং দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তিনি দুই দেশের ‘কৌশলগত অংশীদারিত্বের’ (strategic partnership) গভীরতার ওপরেও জোর দেন। এর পাশাপাশি দোভাল পুতিনের আসন্ন ভারত সফরের ঘোষণাকেও স্বাগত জানান এবং দাবি করেন যে, এমন শীর্ষ সম্মেলনগুলো সবসময়ই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রসঙ্গত, প্রতিরক্ষা খাতেও ভারত ও রাশিয়ার পারস্পারিক সহযোগিতা বাড়ছে। ২০১৮ সালে ভারত রাশিয়ার কাছ থেকে ৫.৪৩ বিলিয়ন ডলারের এস-৪০০ (S-400 Triumf) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি করেছিল, যার মধ্যে তিনটি স্কোয়াড্রন ইতিমধ্যেই সরবরাহ করা হয়েছে। পুতিনের সঙ্গে বৈঠকের পাশাপাশি দোভাল রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগুর সঙ্গেও আলোচনা করেছেন। তাঁদের আলোচনায় এই বিশেষ কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করার ওপর জোর দেওয়া হয় বলে জানা গিয়েছে।