উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জনসংখ্যা, ধর্মান্তর এবং অনুপ্রবেশের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে ফের মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। বৃহস্পতিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দেশের প্রতিটি দম্পতির তিনটি সন্তান থাকা উচিত। জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস নয়, বরং একটি নির্দিষ্ট ভারসাম্য বজায় রাখার ওপর জোর দেন তিনি।
ভাগবত বলেন, ‘আমাদের দেশের জনসংখ্যা অনুযায়ী জন্মহার ২.১ হওয়া উচিত। এটি গড় জন্মহার হিসেবে সঠিক।’ তিনি আরও জানান, চিকিৎসকদের সঙ্গে আলোচনার মাধ্যমে তিনি নাকি জেনেছেন যে, তিন সন্তান হলে তা কেবল মা-বাবার স্বাস্থ্যের জন্যই ভালো নয় বরং এর ফলে শিশুরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে শেখে এবং তাদের মধ্যে অহংকারবোধ কমে।
জনসংখ্যাকে একটি সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘সঠিক নীতির মাধ্যমে একে বোঝা না বানিয়ে আশীর্বাদে পরিণত করা সম্ভব।’ তবে একইসঙ্গে তিনি জনসংখ্যা নীতির প্রয়োজনীয়তার ওপরও জোর দেন, যাতে প্রত্যেক সন্তানের সঠিক পরিচর্যা নিশ্চিত করা যায়।
জনসংখ্যাগত ভারসাম্যহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভাগবত বলেন, ‘এর একটি বড় কারণ হল ধর্মান্তর। এটি ভারতীয় ঐতিহ্যের অংশ নয় এবং এটি সমাজের জন্য ক্ষতিকর।’ তিনি আরও দাবি করেন, বিভাজন বা অন্য কোনও সংঘাতের চেয়ে জনসংখ্যাগত ভারসাম্যহীনতা একটি বড় সমস্যা। অনুপ্রবেশের মতো বিষয়গুলোও দেশের জন্য ক্ষতিকর, যা কঠোর হাতে দমন করা উচিত বলেও এদিন জানান তিনি। এক্ষেত্রে দেশের নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান আরএসএস প্রধান।