রায়গঞ্জ: রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নামে সামাজিক মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট খুলে একাধিক ছবি পোস্ট করার অভিযোগে রায়গঞ্জ সাইবার ক্রাইম থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করল। ধৃতের নাম আশিস দাস। তিনি রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের বামনগ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার তাঁকে রায়গঞ্জ মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক শর্তসাপেক্ষে ওই ব্যক্তিকে জামিন দেন। রায়গঞ্জ সিজেএম আদালতের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন, ‘পুলিশ ধৃতের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করেছে। বিচারক শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিয়েছেন।’
পুলিশ সূত্রে খবর, ৬ জুলাই রায়গঞ্জের বিধায়কের নাম করে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে আশিস বিজেপি নেতাদের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন। পরে বিধায়ক সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ওই তরুণকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে।