MJNMCH | চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, উত্তেজনা এমজেএন মেডিকেলে

MJNMCH | চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, উত্তেজনা এমজেএন মেডিকেলে

খেলাধুলা/SPORTS
Spread the love


কোচবিহার: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে (MJNMCH)। মঙ্গলবার রাতে মৃতের পরিজনরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন।

তাঁদের অভিযোগ, ভুল চিকিৎসায় জাহিদ শাহী (১৯) নামে কোচবিহার (Cooch Behar) শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই তরুণের মৃত্যু হয়েছে। মৃতের দাদা সলমান শাহী বলেন, ‘দু’দিন ধরে ভাইয়ের জ্বর ছিল। দুপুরের দিকে হাসপাতালে ভর্তি করার পর স্যালাইন দেওয়া হয়। এরপর নার্স একটি লিকুইড দেন। তারপরই ভাই দ্রুত শ্বাস নিতে থাকে। পরে মারা যায়। গাফিলতিতেই এই অবস্থা হল।’

এবিষয়ে এমএসভিপি সৌরদীপ রায়ের বক্তব্য, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তবে লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্তকারী কমিটি তৈরি করা হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *