Mithun Chakraborty | প্রতারণার অভিযোগ! কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি মিঠুনের

Mithun Chakraborty | প্রতারণার অভিযোগ! কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি মিঠুনের

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কাজ করিয়ে প্রাপ্য টাকা দেননি। আর তাই কলকাতার চিৎপুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর(Mithun Chakraborty)বিরুদ্ধে। সেই মামলায় মিঠুনের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলে রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট(kolkata excessive courtroom)। যদিও তদন্ত চালিয়ে নিয়ে যেতে কোনও অসুবিধে নেই। পুলিশের কাছ থেকে মামলার কেস ডায়েরি তলব করেছে হাইকোর্ট।  তামিলনাড়ুর উটি ও কার্শিয়াংয়ে মিঠুন চক্রবর্তীর ২ টি হোটেল আছে। মিঠুন চক্রবর্তীর প্রাক্তন সচিব সুমন রায়চৌধুরীর দাবি, মিঠুন ও তাঁর আইনজীবী বিমান সরকার তাঁকে একটি হোটেলের ইন্টেরিয়র ডেকরেশনের দায়িত্ব দেন।  সেইমতো তিনি কাজ করে দেন। তার কয়েক লক্ষ টাকার বিল হয়। প্রথমে একটি কাজের বিল পেলেও হোটেলের অন্দরসজ্জার কাজের টাকা দেননি মিঠুন। তিনি ও তাঁর স্ত্রী যৌথভাবে এই অভিযোগ দায়ের করেছিলেন। যদিও পুলিশের এফআইআর খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টে জয় সেনগুপ্তের বেঞ্চে মামলা করেন বিজেপি নেতা।

বুধবার হাই কোর্টে এই মামলার শুনানি হয়েছে। বিচারপতি জানিয়েছেন, আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে এ নিয়ে কেস ডায়েরি জমা দিতে হবে আদালতে। আপাতত ১০ সেপ্টেম্বর পর্যন্ত মিঠুন রক্ষাকবচ পাবেন। তার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। ৩ সেপ্টেম্বর আবার এই মামলার শুনানি হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *