Mirabai Chanu | চোট সারিয়ে ফিরেই পদক, বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন মীরাবাই চানু  

Mirabai Chanu | চোট সারিয়ে ফিরেই পদক, বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন মীরাবাই চানু  

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চোট সারিয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপে নেমেই পদক জিতলেন মীরাবাই চানু। মোট ১৯৯ কেজি ওজন তুলে অলিম্পিক্স পদকজয়ী ভারোত্তোলক ৪৮ কেজি বিভাগে রুপো পেয়েছেন। ২০২২ সালেও রুপো জিতেছিলেন দেশের অন্যতম সেরা মহিলা ভারোত্তোলক।

নরওয়েতে বসেছে ভারোত্তোলনে বিশ্বচ্যাম্পিয়নশিপের আসর। ৪৮ কেজি বিভাগে মীরাবাই চানু স্ন্যাচ ইভেন্টে ৮৪ কেজি ওজন তোলেন। ক্লিন অ্যান্ড জার্ক ইভেন্টে তোলেন ১১৫ কেজি। মোট ১৯৯ কেজি ওজন তুলে রুপো জিতেছেন চানু। উত্তর কোরিয়ার রি সং গুম বিশ্বরেকর্ড করে সোনা জিতেছেন। তিনি মোট ২১৩ কেজি ওজন তোলেন। ব্রোঞ্জ পেয়েছেন থাইল্যান্ডের থানিয়াথন সুকচারোয়েন। তিনি ১৯৮ কেজি ওজন তোলেন।

৩১ বছরের চানু প্যারিস অলিম্পিক্সের পর থেকে চোট-আঘাতের সমস্যায় ভুগছিলেন। গত অগস্টে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে প্রতিযোগিতায় ফেরেন। মোট ১৯৩ কেজি ওজন তুলে সোনা জিতেছিলেন। তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল। এই নিয়ে ভারোত্তোলন বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতের পদক সংখ্যা হল ১৮টি। প্রতিটি পদকই এসেছে মহিলা ভারোত্তোলকদের হাত ধরে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *