Migrant employee dying | অন্ধ্রপ্রদেশে অস্বাভাবিক মৃত্যু বাঙালি পরিযায়ী শ্রমিকের, পিটিয়ে খুন,  অভিযোগ পরিবারের   

Migrant employee dying | অন্ধ্রপ্রদেশে অস্বাভাবিক মৃত্যু বাঙালি পরিযায়ী শ্রমিকের, পিটিয়ে খুন,  অভিযোগ পরিবারের   

শিক্ষা
Spread the love


জঙ্গিপুর: অন্ধ্রপ্রদেশে রেল লাইনের পাশে ঝোপের মধ্য থেকে উদ্ধার হল বাঙালি পরিযায়ী শ্রমিকের দেহ। মৃত শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদের মালদা লাগোয়া ফরাক্কার ইমামনগর এলাকায়। পরিবারের অভিযোগ খুন করে ফেলে দেওয়া হয়ে যুবককে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন মৃতের পরিবার।

মৃত পরিযায়ী শ্রমিকের নাম কাদির শেখ। বয়স ৩৩ বছর। সম্প্রতি তিনি নির্মাণ শ্রমিকের কাজে অন্ধ্রপ্রদেশে গিয়েছিলেন। সেখানে একটি ঠিকাদারের অধীনে কাজ করছিলেন। সেখানে রেললাইনের পাশে ঝোপ থেকে উদ্ধার হয় কাদিরের দেহ। তাঁর শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের দাবি, তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। সন্দেহের তির স্থানীয় ঠিকাদারের দিকে। পরিবার সুত্রে জানা গিয়েছে, ঠিকাদারের কাছে কাদিরের অনেক টাকা পাওনা ছিল। সেই টাকা চেয়েও পাচ্ছিলেন না কাদির। সেই মতোবিরোধের জেরেই বাঙালি ওই পরিযায়ী শ্রমিককে সেখানকার ঠিকাদারেরা পিটিয়ে খুন করে রেললাইনের ধারে দেহ ফেলে দিয়েছে।

মৃতের এক নিকট আত্মীয় বলেন, ‘এটা পুরোপুরি পিটিয়ে খুন। আমরা  তদন্ত চাই, দোষীদের শাস্তি চাই। দেহ বাড়ি ফিরলেই আমরা অভিযোগ করব পুলিশের কাছে। কীভাবে কাদির শেখের মৃত্যু হল তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। মৃতার স্ত্রী বলেন, “আমার স্বামীকে যারা পিটিয়ে মেরেছে, তাদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *