Migrant employee assault | ভুটানে হেনস্তা! প্রশাসনের তৎপরতায় ঘরে ফিরলেন মুর্শিদাবাদের ৫ বাঙালি পরিযায়ী  

Migrant employee assault | ভুটানে হেনস্তা! প্রশাসনের তৎপরতায় ঘরে ফিরলেন মুর্শিদাবাদের ৫ বাঙালি পরিযায়ী  

শিক্ষা
Spread the love


রানীনগর: ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্তার খবর শোনা গেলেও দেশের বাইরে এমন ঘটনা নজরে আসেনি এতদিন। এবার সেই ব্যাতিক্রমী ঘটনাই ঘটল মুর্শিদাবাদের রানীনগর এলাকার জনাকয়েক পরিযায়ী শ্রমিকের সঙ্গে। এই এলাকার ৫ বাসিন্দাকে হেনস্তার শিকার হতে হল প্রতিবেশী দেশ ভুটানে। অভিযোগ, ভুটানে এই বাঙালি শ্রমিকদের কাছ থেকে ওয়ার্ক পারমিট সহ গুরুত্বপূর্ণ নথি কেড়ে নেওয়ার পাশাপাশি শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে ভুটান থেকে তাঁদের ফেরাতে উদ্যোগী হয় মুর্শিদাবাদ জেলা প্রশাসন। পরবর্তীতে জেলা প্রশাসনের হস্তক্ষেপে বাড়ি ফিরে আসেন পাঁচ শ্রমিক।

জানা গিয়েছে, ঘরে ফেরা পাঁচ পরিযায়ী শ্রমিকের নাম আনোয়ার হোসেন, রুবেল শেখ, সাইদুল মোল্লা, ইসমাইল শেখ ও রাকেশ শেখ। এদের বাড়ি রানিনগর ও ইসলামপুর এলাকায়। এরা প্রত্যেকেই মার্বেল শ্রমিক। দিন কয়েক আগে তারা মার্বেলের কাজে ভুটানে যান ঠিকাদারি সংস্থার হয়ে। কিন্তু সেখানে গিয়ে তাঁরা হেনস্তার শিকার হন বলে অভিযোগ। পরিযায়ী শ্রমিকেরা জানান, ‘আমরা অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য বাড়িঘর ছেড়ে এত দূরে গিয়েছিলাম। কিন্তু সেখানে যাওয়ার পর হেনস্তার শিকার হই। প্রতিবাদ করলে সমস্যা আরও বেড়ে যাওয়ায় আমাদের ওয়ার্ক পারমিট সহ নানান ধরণের কাগজপত্র কেড়ে নেওয়া হয়। তবে প্রাণ বাঁচিয়ে শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পেরে আমরা খুশি। এবার এখানেই কিছু কাজ খুঁজব’।

এদিন নিগৃহীত ৫ শ্রমিক ভুটান থেকে নিজগৃহে ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন পরিবারের লোকেরা। এখনও তাঁদের চোখে-মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *