Migrant Employee | বাংলাদেশি সন্দেহে ভিনরাজ্যে হেনস্তা! পরিযায়ী শ্রমিক পরিবারগুলোকে সহায়তা প্রশাসনের      

Migrant Employee | বাংলাদেশি সন্দেহে ভিনরাজ্যে হেনস্তা! পরিযায়ী শ্রমিক পরিবারগুলোকে সহায়তা প্রশাসনের      

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


মালদা: মালদার পরিযায়ী শ্রমিকরা হরিয়ানা, পাঞ্জাব, ওডিশা থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজ্যের হেনস্তার শিকার হচ্ছেন। যার কারণে আতঙ্কে অনেকেই কাজ ছেড়ে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ঘরমুখি হচ্ছেন। বিপাকে শ্রমিকদের অসহায় পরিবারগুলো। এই আবহে ওই শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ব্লক প্রশাসনকে মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া নির্দেশ দিয়েছেন অবিলম্বে ভিনরাজ্যে হেনস্তা হওয়া শ্রমিক পরিবাগুলোর কাছে ত্রান সামগ্রী পৌঁছে দিতে।

জানা গিয়েছে, সম্প্রতি বাংলাদেশি সন্দেহে মালদা জেলার ১৩ জন পরিযায়ী শ্রমিককে আটক করে পরবর্তীতে মুক্তি দেয় হরিযানা সরকার। বৃহস্পতিবার ফের হরিয়ানায় হরিশ্চন্দ্রপুর এলাকার ৭ জন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে। হেনস্তার শিকার হওয়া এই শ্রমিক পরিবারগুলোকে আজ ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে প্রশাসন। দেওয়া হয়েছে চাল, ডাল, আলু, তেল সহ নানান প্রয়োজনীয় সামগ্রী। পাশাপাশি ভিনরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিক পরিবার গুলোর খোঁজ খবর রাখছে প্রশাসন।

দুঃস্থ পরিযায়ী শ্রমিক পরিবারগুলো ত্রাণ সামগ্রী পেয়ে সাময়িক কিছুটা স্বস্তি পেয়েছে। মুলাইবাড়ি এলাকার পরিযায়ী শ্রমিক আনিসুর রহমান বাংলাদেশি সন্দেহে আটক হয়েছিলেন। ছাড়া পেলেও আতঙ্কে গ্রামে ফিরে যাচ্ছেন তিনি। তার স্ত্রী নাজিমা বিবি বলেন, “পেটের টানেই তো স্বামী বাইরে কাজ করতেন। কিন্তু যে পরিস্থিতি হল ওখানে আর থাকা সম্ভব নয়। পেটের টানে কাজে গিয়েছিল, প্রাণ রক্ষার তাগিদে ফিরে আসছে। আমাদের মত গরিব পরিবারে এক মাসেরও খাদ্য সামগ্রী মজুদ থাকে  না। আপাতত এই ত্রাণ আমাদের অনেক উপকারে দেবে। একশ দিনের কাজটা চালু হলে এখানে এসে তাও কিছু করতে পারবে।”

জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন,”যে শ্রমিকরা এখনও ভিনরাজ্যে আটক হয়ে আছেন, তাঁদের আমরা ছাড়ানোর ব্যবস্থা করছি। আর তাঁদের গরিব পরিবারগুলি যাতে সমস্যায় না পড়ে। তাই এখানে আমরা তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *