Microfinance | ক্ষুদ্র ঋণ সংস্থার কর্মীদের ঝাঁটা হাতে তাড়া! মেটেলির চা বাগানে হুলুস্থুল কাণ্ড

Microfinance | ক্ষুদ্র ঋণ সংস্থার কর্মীদের ঝাঁটা হাতে তাড়া! মেটেলির চা বাগানে হুলুস্থুল কাণ্ড

শিক্ষা
Spread the love


মেটেলি: বকেয়া ঋণের কিস্তি টাকা আনতে যাওয়া মাইক্রো ফাইন্যান্স কোম্পানির কর্মীদের ঝাঁটা হাতে তাড়া করলেন প্রতারিত মহিলারা। বুধবার মেটেলির কুর্তি সেতু এলাকার ঘটনা। সম্প্রতি চা বাগানের মহিলাদের নিয়ে গোষ্ঠী তৈরি করে তাদের আর্থিক প্রলোভন দেখিয়ে বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স কোম্পানি থেকে মহিলাদের নামে ঋণ তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল জয় লক্ষী এগ্রো ফার্ম নামে একটি সংস্থার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে সংস্থার মূল অভিযুক্ত জয় চিকবড়াইক সহ চারজনকে আগেই গ্রেপ্তার করেছে মেটেলি থানার পুলিশ। মহিলাদের নামে ওই সমস্ত মাইক্রো ফাইনান্স কোম্পানি থেকে ঋণের টাকা তুলে সেই ঋণের কিস্তি অভিযুক্তদের চালানোর কথা ছিল। প্রথমদিকে কিছু কিস্তি দেওয়ার পর পরবর্তীতে আর কিস্তি না দেওয়ায় তাদের নামে থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত মহিলারা। অভিযুক্তরা গ্রেপ্তার হলেও ওই সমস্ত মাইক্রো ফাইন্যন্স কোম্পানির লোকজন বকেয়া কিস্তির টাকার জন্য প্রতারিত মহিলাদের বাড়িতে গিয়ে তাড়া দিচ্ছেন।

বিষয়টি নিয়ে এর আগেও আন্দোলন করেছিল প্রতারিত মহিলারা। তৃণমূল নেতা জোসেফ মুণ্ডার নেতৃত্বে প্রতারিত মহিলারা মেটেলি থানা সহ বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স কোম্পানির অফিসে গিয়েও কর্মকর্তাদের সাথে দেখা করেছেন। যেহেতু মহিলারা প্রতারিত হয়েছেন তাই তাদের কাছ থেকে বকেয়া ঋণের কিস্তির টাকা না নিয়ে সেই ঋণ মুকুব করার দাবি জানান তাঁরা। কিন্তু তা সত্বেও মাইক্রো ফাইনান্স কোম্পানির লোকজন প্রতারিত মহিলাদের বাড়িতে গিয়ে বকেয়া ঋণের কিস্তির জন্য তাগাদা দিচ্ছেন। প্রতারিত মহিলাদের উপর মানসিক চাপ দিচ্ছে বলে অভিযোগ। তাই এদিন মেটেলির বিভিন্ন চা বাগানের প্রতারিত মহিলারা ঝাঁটা হাতে প্রতিবাদে শামিল হন। এদিন মাইক্রো ফাইনান্স কোম্পানির লোকজন ঋণের কিস্তির টাকা নেওয়ার জন্য এলে তাদেরকে ঝাঁটা হাতে তাড়িয়েছেন বলে দাবি করেন প্রতারিত চা শ্রমিক রোমা লোহার।

তৃণমূল নেতা জোসেফ মুণ্ডা বলেন, ‘কিছু কর্মী বিভিন্ন চা বাগানে গিয়ে প্রতারিত মহিলাদের কাছে গিয়ে ঋণের কিস্তির টাকা চাইছেন। তাই এদিন প্রতারিত মহিলারা ঝাঁটা হাতে প্রতিবাদে শামিল হয়েছেন। আমরা চাই মাইক্রো ফাইন্যন্স কোম্পানির আধিকারিকরা প্রশাসনের মধ্যস্থতায় আলোচনায় বসুক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *