MI VS SRH | রোহিতের দুরন্ত ইনিংস, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হাসতে হাসতে জিতল মুম্বই

MI VS SRH | রোহিতের দুরন্ত ইনিংস, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হাসতে হাসতে জিতল মুম্বই

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিপক্ষের ডেরায় গিয়ে তাণ্ডব হিটম্যানের। তাঁর ব্যাটে ভর করে আইপিএলে ছুটছে মুম্বই ইন্ডিয়ান্স। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রোহিত শর্মা ৭০ রানের দুরন্ত ইনিংস উপহার দিলেন মুম্বই ইন্ডিয়ান্সকে। ব্যাট হাতে দাপট দেখিয়েছেন সূর্য কুমার যাদবও। এদিন প্রথমে ব্যাট করে হায়দরাবাদ করে ৮ উইকেটে ১৪৩ রান। জবাবে ব্যাট করে ১৫.৪ ওভারে ৩ উইকেটে ১৪৬ তুলে জয় ছিনিয়ে নেয় মুম্বই। আইপিলের শুরুতে পয়েন্ট টেবিলের একেবারে শেষে থাকা দলটি এখন প্লে-অফের দৌড়ে।

হায়দরাবাদে এদিন আইপিএলে পরস্পর মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এদিন অবশ্য মুম্বইয়ের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন বোলাররা। ম্যাচের দ্বিতীয় ওভারে ট্র্যাভিস হেডকে (শূন্য) ফেরান ট্রেন্ট বোল্ট। তৃতীয় ওভারে আউট হন ঈশান কিষান(১)। চতুর্থ ওভারে সাজঘরে ফিরেছেন অভিষেক শর্মা(১২), পঞ্চম ওভারে নীতীশ রেড্ডি(২)। ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা হায়দরাবাদের ইনিংসে অক্সিজেন সরবরাহ করল হেনরিখ ক্লাসেনের ব্যাট। ৪৪ বলে ৭১ রান করেন প্রোটিয়া তারকা। ৪৩ রান আসে অভিনব মনোহরের ব্যাট থেকেও। শেষে ৮ উইকেটে ১৪৩ রানে শেষ হয় হায়দরাবাদের ইনিংস।

১৪৪ রানের লক্ষ্যমাত্রা পেরোতে খুব একটা বেগ পেতে হয়নি মুম্বই ইন্ডিয়ান্সকে। মুম্বইয়ের রায়ান রিকেলটন (১১), উইল জ্যাকসেরা (২২) বড় রান না পেলেও সমস্যায় পড়তে হয়নি পান্ডিয়াদের। রোহিতের ৪৬ বলে ৭০ রানের ইনিংসে ভর করে সহজ জয় পেল মুম্বই। ৮টি চার এবং ৩টি ছয় মারলেন রোহিত। সূর্যকুমার যাদব ১৯ বলে করেন ৪০ রান। টানা চার ম্যাচ জিতে ট্রফি জয়ের স্বপ্ন দেখছে মুম্বই ইন্ডিয়ান্স।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *