Mexico | রাস্তায় উৎসব চলাকালীন আচমকাই হামলা! মেক্সিকোতে এলোপাতাড়ি গুলিবর্ষণে মৃত ১২

Mexico | রাস্তায় উৎসব চলাকালীন আচমকাই হামলা! মেক্সিকোতে এলোপাতাড়ি গুলিবর্ষণে মৃত ১২

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাস্তায় উৎসব চলাকালীন আচমকাই হামলা বন্দুকবাজদের। ঘটনাটি ঘটেছে মেক্সিকোর গুয়ানাজুয়াতোতে (Mexico)। এলোপাতাড়ি গুলিবর্ষণের (Mass capturing) জেরে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। আহত হয়েছেন অনেকে।

সূত্রের খবর, সেন্ট জন দ্য ব্যাপটিস্টের (St. John the Baptist) সম্মানে গুয়ানাজুয়াতোর (Guanajuato) ইরাপুয়াতো শহরের বাসিন্দারা যখন নাচগান এবং মদ্যপান করছিল, তখন এই হামলার ঘটনা ঘটে। এরপর আচমকাই সেখানে পরপর গুলি চলে। এতে ঘটনাস্থলে তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়। লোকজন আতঙ্কে ছুটোছুটি শুরু করেছিলেন। ইরাপুয়াতো শহরের এক আধিকারিকারিক নিশ্চিত করেছেন যে, ওই হামলায় ১২ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে আহতও হয়েছেন কমপক্ষে ২০ জন। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। তিনি বলেন, ‘যা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক। পুরো ঘটনার তদন্ত চলছে।’

প্রসঙ্গত, মেক্সিকোর উত্তর-পশ্চিমে অবস্থিত গুয়ানাজুয়াতো অপরাধীদের অন্যতম স্বর্গরাজ্য। মাদক পাচারের রুট এবং অন্যান্য অবৈধ ব্যবসা নিয়ে সেখানে অপরাধী গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষ চলতেই থাকে। চলতি বছরের প্রথম পাঁচ মাসেই সেখানে ১,৪৩৫টি খুনের ঘটনা রেকর্ড করা হয়েছে। যা মেক্সিকোর অন্য যে কোনও রাজ্যের তুলনায় দ্বিগুণেরও বেশি। এমনকি গত মাসেই এই ধরণেরই মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকেছিল গুয়ানাজুয়াতো। সেবারেও সান বার্তোলো দে বেরিওস শহরে একটি ক্যাথলিক গির্জার অনুষ্ঠান চলাকালীন সাতজন নিহত হয়েছিলেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বন্দুকবাজদের হামলার ঘটনা ঘটল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *