Mexican navy ship collided | নিউ ইয়র্কের ব্রুকলিন সেতুতে ধাক্কা মেক্সিকোর নৌসেনা জাহাজের, মৃত ২, আহত ১৯

Mexican navy ship collided | নিউ ইয়র্কের ব্রুকলিন সেতুতে ধাক্কা মেক্সিকোর নৌসেনা জাহাজের, মৃত ২, আহত ১৯

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নিউ ইয়র্কের ব্রুকলিন সেতুতে ধাক্কা মারল মেক্সিকোর নৌবাহিনীর একটি জাহাজ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জাহাজে থাকা দু’জনের। তবে কী কারণে এই দুর্ঘটনা, তার ব্যাখ্যা মেলেনি। দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করতে শনিবার রাতেই অভিযান শুরু করে নিউ ইয়র্কের দমকল বিভাগ।

২৯৭ ফুট দৈর্ঘ্য এবং ৪০ ফুট প্রস্থ বিশিষ্ট জাহাজটির নাম ‘কহটেমক’। আলো দিয়ে সাজানো জাহাজটি শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী ব্রুকলিন সেতুর নীচ দিয়ে যাচ্ছিল। সেই সময় জাহাজের ১৪৭ ফুট উচ্চতার তিনটি মাস্তুল সেতুর নীচের অংশে ধাক্কা মারে। এর জেরে তিনটি মাস্তুলই ভেঙে যায়। ঘটনার সময় জাহাজে ২৭৭ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৯ জন। নিউ ইয়র্ক পরিবহণ দপ্তরের নিয়ম মোতাবেক, সেতুর নীচ দিয়ে ১৩৫ ফুট উচ্চতার মাস্তুলযুক্ত জাহাজ চলাচল করতে পারে। কিন্তু এক্ষেত্রে উচ্চতা বেশি হওয়ায় দুর্ঘটনা ঘটেছে।

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক্স পোস্টে বলেছেন, ‘জাহাজে থাকা ২৭৭ জনের মধ্যে ১৯ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ২ জন মারা গিয়েছেন।’

‘কহটেমক’ ১৯৮২ সালে প্রথমবার যাত্রা করেছিল। প্রতি বছর নৌসেনা স্কুলে ক্যাডেট প্রশিক্ষণ শেষে জাহাজটি যাত্রা করে। মেক্সিকান নৌবাহিনী জানিয়েছে, এবছর সেটি ৬ এপ্রিল মেক্সিকোর আকাপুলকো বন্দর ছেড়েছিল। চূড়ান্ত গন্তব্য ছিল আইসল্যান্ড। পথে বিপত্তি ঘটে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *