মেখলিগঞ্জঃ মেখলিগঞ্জের বাগডোকরা ফুলকাডাবরি সীমান্তে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল এক বাংলাদেশি চোর। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। চোরটিকে ধরে বিএসএফ আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। বিএসএফ সূত্রের খবর, ভারতীয় পাচারকারীদের মদতেই ওই ব্যাক্তি ভারতে প্রবেশ করেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধৃতের বাড়ি বাংলাদেশের দহগ্রাম-আঙ্গরপোতা এলাকায়। ধৃতের নাম কী এবং কীভাবে সে এদেশে প্রবেশ করল, তার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা, এইসব তথ্য জানার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।