মেখলিগঞ্জ: অকেজো হয়ে পড়ে থাকা পুরসভার অ্যাম্বুল্যান্স চেয়ারম্যান-ঘনিষ্ঠ জনৈক ব্যক্তির ব্যবসায়িক স্বার্থে ব্যবহার হচ্ছে বলে অভিযোগ তুলল মেখলিগঞ্জ শহর বিজেপি। এই বিষয়ে সামাজিক মাধ্যমে সরব হয়েছে তারা। বিজেপির মেখলিগঞ্জ শহর মণ্ডল কমিটির সভাপতি আশেকার রহমান বলেন, ‘মেখলিগঞ্জ পুরসভাকে মেখলিগঞ্জের বিধায়ক তাঁর অর্থানুকূল্যে একটি অ্যাম্বুল্যান্স দিয়েছিলেন। গাড়িটি অকেজো হয়ে পড়ে থাকায় ও যাবতীয় নথি সময়োত্তীর্ণ হয়ে যাওয়ায় বছর পাঁচেক আগেই পরিষেবা বন্ধ করে দেয় মেখলিগঞ্জ পুর কর্তৃপক্ষ। হঠাৎ এখন সেই বাতিল অ্যাম্বুল্যান্স চেয়ারম্যানের ঘনিষ্ঠ এক ব্যক্তি মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা শুরু করেছেন। গাড়ি থেকে মুছে দেওয়া হয়েছে বিধায়কের নাম। পাশাপাশি সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এই কর্মকাণ্ডে জনপ্রতিনিধি সহ মেখলিগঞ্জের বিভিন্ন প্রশাসনিক অাধিকারিকগণ জড়িত। ব্যবস্থা নেওয়া না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।’
যদিও বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বিজেপিকে গরিব মানুষের শত্রু বলেছেন পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি। তিনি বলেন, ‘মেখলিগঞ্জ পুরসভার যে অ্যাম্বুল্যান্স নিয়ে বিজেপি আজ বড় বড় কথা বলছে, সেটি ২০২১ সাল পর্যন্ত পুরসভার অধীনে পরিষেবা দিয়েছে। পরে দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় থাকার কারণে গাড়িটি বন্ধ হয়ে যায়। আমি চেয়ারম্যান পদে বসে গাড়িটি আবার মেরামত করেছি এবং কাগজপত্র নবীকরণের জন্য ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে সমস্ত কাগজপত্র চলে আসবে। সেই কাগজপত্র হাতে না আসা পর্যন্ত গাড়িটি ব্যবহৃত হচ্ছে না। বিজেপি শুধু খবরের শিরোনামে আসতে এবং নিজেদের পক্ষে বাজার গরম করতে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। গরিব মানুষের জন্য করা পদক্ষেপ ওদের চোখের বালি। কারণ বিজেপি সবসময় গরিব বিরোধী দল। আমাদের লক্ষ্য গরিব মানুষের জন্য বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা নিশ্চিত করা।’