Mekhliganj | দেড় মাস ধরে ‘নিখোঁজ’ বিজেপির প্রধান! ‘রোহিঙ্গা’ বলে কটাক্ষ তৃণমূলের

Mekhliganj | দেড় মাস ধরে ‘নিখোঁজ’ বিজেপির প্রধান! ‘রোহিঙ্গা’ বলে কটাক্ষ তৃণমূলের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


মেখলিগঞ্জ: দীর্ঘ প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে নিরুদ্দেশ মেখলিগঞ্জের (Mekhliganj) বাগডোকরা-ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েতের প্রধান (Gram Panchayat Pradhan) অনিমা রায়। যার জেরে এক প্রকার অচলাবস্থা পঞ্চায়েত কার্যালয়ের। এরই প্রতিবাদে বুধবার গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে ডেপুটেশন দিল তৃণমূল। আর ডেপুটেশন দিতে এসে নিখোঁজ প্রধানকে ‘রোহিঙ্গা’ (Rohingya) বলে কটাক্ষ করেন তৃণমূলের অঞ্চল সভাপতি জগবন্ধু রায়। তাঁর কথায়, ‘বিজেপির মুখে সব সময় শোনা যায় রোহিঙ্গা শব্দটি। কিন্তু বিজেপির প্রধান দীর্ঘদিন ধরে নিখোঁজ। তাহলে তিনিও রোহিঙ্গা নাকি?’

এদিন দ্রুত প্রধানের নিরুদ্দেশের কারণ জানানো সহ মোট ১০ দফা দাবিতে স্মারকলিপি পেশ করেছে তৃণমূল। প্রধানের অনুপস্থিতিতে উপপ্রধানের কাছে এই স্মারকলিপি দেওয়া হয়েছে। এপ্রসঙ্গে তৃণমূল নেতা জগবন্ধু রায় বলেন, ‘প্রধান না থাকায় মানুষ সমস্যায় পড়ছেন। পাশাপাশি গ্রামের বিভিন্ন রাস্তা বেহাল। সেই রাস্তার মেরামত সহ দপ্তরের কাজে বিভিন্ন অনিয়মের জন্য স্মারকলিপি দেওয়া হয়েছে।’

অন্যদিকে উপপ্রধান ধরেন্দ্রনাথ রায় বলেন, ‘তৃণমূল যে সমস্ত বিষয় জানার জন্য স্মারকলিপি প্রদান করেছে তার সব প্রত্যুত্তর আগামী ১৮ তারিখ দেওয়া হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *