Mekhliganj | ঝাড়ু-জুতো হাতে প্রতিবাদ, মদের ঠেক তৈরীর বিরুদ্ধে সোচ্চার মহিলারা

Mekhliganj | ঝাড়ু-জুতো হাতে প্রতিবাদ, মদের ঠেক তৈরীর বিরুদ্ধে সোচ্চার মহিলারা

শিক্ষা
Spread the love


মেখলিগঞ্জঃ কারও হাতে ঝাড়ু, কারও হাতে জুতো। স্লোগান একটাই, “আমরা ভাটিখানা চাই না”। মঙ্গলবার মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১১২ উপনচৌকি গ্রামের মহিলারা বিক্ষোভে শামিল হয়ে ভাটিখানা নির্মাণের কাজ বন্ধ করে দেন। কয়েক বছর ধরেই এলাকায় ভাটিখানা তৈরির গুঞ্জন চলছিল। ইতিমধ্যেই জমি ভরাট থেকে ঘর তৈরির প্রস্তুতি শুরু হলে মহিলারা তেঁড়ে এসে নির্মাণ বন্ধ করেন। তাঁদের অভিযোগ, ভাটিখানা হলে এলাকার যুবকরা মদে আসক্ত হবে, সংসারে অশান্তি বাড়বে। বহিরাগতদের গ্রামে আনাগোনা বাড়বে। একদিকে স্কুল তৈরির পরিকল্পনা, অন্যদিকে ভাটিখানার চেষ্টা সমাজ ধ্বংসের চক্রান্ত বলেও তাঁরা দাবি করেন। পরে মহিলারা ভাটিখানা বন্ধের দাবিতে জাবুরাবাড়ি বাজারে মিছিল করেন।

স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যা গীতা রায় জানান,”আমরা ভাটিখানা নির্মাণ হতে দেব না। কুচলিবাড়ির মত শান্ত জায়গায় ভাটিখানা হলে অশান্ত হওয়ার সম্ভবনা রয়েছে।” স্থানীয় তৃণমূল নেতা-নেত্রীদের পাশাপাশি বিজেপি নেতারাও আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়েছেন। মহিলাদের হুঁশিয়ারি, ভবিষ্যতেও এ আন্দোলন অব্যাহত থাকবে। যুব মোর্চার মেখলিগঞ্জ বিধানসভার আহ্বায়ক অমলেশ রায়, ‘মহিলাদের আন্দোলন যুক্তিযুক্ত। আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’

অন্যদিকে আবগারি দপ্তরের এক আধিকারিক জানান এক ব্যক্তি ভাটিখানা নির্মানের জন্য আবেদন করেছিল কিন্তু এখনও উর্ধতন কর্তৃপক্ষ অনুমতি দেয়নি।”যদিও যারা নির্মাণে কাজে যুক্ত ছিল তারা এনিয়ে কিছু বলতে চাননি।

The put up Mekhliganj | ঝাড়ু-জুতো হাতে প্রতিবাদ, মদের ঠেক তৈরীর বিরুদ্ধে সোচ্চার মহিলারা appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *