Mehul Choksi | বেলজিয়ামকে আশ্বাস ভারতের! নির্জন সেলে নয়, জেলে স্বচ্ছন্দেই থাকবেন চোকসি

Mehul Choksi | বেলজিয়ামকে আশ্বাস ভারতের! নির্জন সেলে নয়, জেলে স্বচ্ছন্দেই থাকবেন চোকসি

শিক্ষা
Spread the love


নয়াদিল্লি: নির্জন কক্ষে তো নয়ই, বরং ভারতের জেলে যথেষ্ট আদরযত্ন করেই রাখা হবে আর্থিক জালিয়াতিতে অভিযুক্ত ফেরার শিল্পপতি মেহুল চোকসিকে (Mehul Choksi)। তাঁর জন্য জেলে পরিচ্ছন্ন ঘরে খাটের ব্যবস্থা থাকবে। অসুস্থতার কারণে দিনরাত নজর রাখবেন চিকিৎসকরাও। বিচারের জন্য চোকসিকে দেশে ফেরাতে চেয়ে বেলজিয়ামকে এই আশ্বাসই দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক(Union Ministry of House Affairs)

পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (PNB) ১২,০০০ কোটি টাকার জালিয়াতি মামলায় অভিযুক্ত ব্যবসায়ী চোকসিকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি বছরের এপ্রিলে বেলজিয়ামের অ্যান্টওয়ার্প থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ৬৬ বছর বয়সি চোকসির আইনজীবীরা দাবি করেছেন, তাঁর গুরুতর অসুস্থতা রয়েছে। তাই তাঁকে দীর্ঘদিন হেপাজতে রাখা উচিত নয়।
চোকসিকে ভারতে আনার পর মুম্বইয়ের আর্থার রোড জেলের ১২ নম্বর ব্যারাকে রাখা হবে। অমিত শা (Amit Shah)-র মন্ত্রক বেলজিয়ান কর্তৃপক্ষকে জানিয়েছে, তাঁর জন্য পরিষ্কার বিছানা, বালিশ, চাদর ও কম্বল থাকবে। সেলে আলো-বাতাসের যথেষ্ট ব্যবস্থা থাকবে। প্রয়োজনমতো কাঠ বা লোহার খাট-পালঙ্ক দিতেও আপত্তি নেই।

চোকসি দিনে তিনবেলা খাবার পাবেন এবং চিকিৎসকের অনুমতি থাকলে বিশেষ ডায়েটও দেওয়া হবে। জেলের ক্যান্টিন থেকে ফল ও হালকা জলখাবার কেনা যাবে। প্রতিদিন অন্তত একঘণ্টা বাইরে খোলা জায়গায় হাঁটার ও ব্যায়ামের সুযোগ দেওয়া হবে তাঁকে। ভিতরে বোর্ড গেম, ব্যাডমিন্টন, যোগব্যায়াম, ধ্যান ও লাইব্রেরির সুবিধাও থাকবে। তবে মুম্বইয়ের আবহাওয়া সারা বছর সহনীয় হওয়ায় হিটার বা এসির প্রয়োজন নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *