Medical doctors Wage | ‘স্বাস্থ্যক্ষেত্রে সমূলে উপড়ে ফেলতে হবে দুর্নীতি!’ বেতন বৃদ্ধির ঘোষণা হতেই প্রতিক্রিয়া অনিকেতের

Medical doctors Wage | ‘স্বাস্থ্যক্ষেত্রে সমূলে উপড়ে ফেলতে হবে দুর্নীতি!’ বেতন বৃদ্ধির ঘোষণা হতেই প্রতিক্রিয়া অনিকেতের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার ধনধান্য অডিটোরিয়ামে রাজ্যের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন চিকিৎসকদের বেতন বাড়ানোর কথা (Junior Medical doctors Wage Hike)। নেত্রীর এই ঘোষণার পর মুখ খুললেন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো (Junior Dr Aniket Mahato)।

২০২৬ বিধানসভা নির্বাচনকে (Meeting Election 2026) মাথায় রেখেই এদিন মুখ্যমন্ত্রী এমন ঘোষণা করেছেন বলে নিন্দুকেরা আলোচনা করলেও, বিষয়টিকে অন্যভাবে ব্যাখ্যা করলেন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। তাঁর কথায়, ‘অন্যান্য রাজ্যের বেতন কাঠামো দেখলে বোঝা যাবে বাংলার বেতন কাঠামো খুবই কম। ফলে যা বাড়ানো হয়েছে তা একপ্রকার প্রাপ্যই ছিল।’

তবে এই বৈঠকে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বক্তব্য নিয়ে আশাহত হয়েছেন অনিকেত। সেকথাও শোনা গেল তাঁর মুখে। তিনি বলেন, ‘স্বাস্থ্যক্ষেত্র থেকে সমূলে দুর্নীতি উৎপাটন করতে হবে, আমরা সেই দাবি রেখেছিলাম। এসব নিয়ে যদি কিছু আজকের সম্মেলনে শুনতে পেতাম, খুশি হতাম। প্রশ্নটা টাকা বৃদ্ধি নিয়ে নয়। আমরা বলেছিলাম স্বাস্থ্য পরিষেবা মানুষের মৌলিক অধিকার। আমরা পরিকাঠামোর কথা বলেছিলাম, ওষুধের সমস্যার কথা বলেছিলাম, সিনিয়র চিকিৎসকদের ট্রান্সফারের পদ্ধতির কথা বলেছিলাম। এইসব পলিসি নিয়ে কোনও সুনির্দিষ্ট বক্তব্য আজকের অনুষ্ঠানে শুনতে পেলাম না। কীভাবে সামগ্রিকভাবে চিকিৎসা পরিষেবায় উন্নতি আনা যেতে পারে, প্যারা মেডিক্যাল, নার্সিংয়ে নিয়োগ কী করে হবে, তাঁদের বেতন পরিকাঠামো নিয়ে আলোচনা হল না। কেন ফ্লোর অ্যাডমিশন হবে, কেন পর্যাপ্ত বেড থাকবে না হাসপাতালে? কেন সেন্ট্রাল রেফারাল সিস্টেম ঠিক করে চালাতে পারছেন না, এমন অনেক প্রশ্ন তো আছেই।’

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *