MEA | ‘রাশিয়ার সেনাবাহিনীতে যোগদানের প্রস্তাব থেকে দূরে থাকুন’, ভারতীয়দের সতর্ক বিদেশমন্ত্রকের

MEA | ‘রাশিয়ার সেনাবাহিনীতে যোগদানের প্রস্তাব থেকে দূরে থাকুন’, ভারতীয়দের সতর্ক বিদেশমন্ত্রকের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত বছর থেকে শোনা যাচ্ছিল, চাকরির টোপ দিয়ে ভারতীয়দের রুশ সেনায় (Russian Military) যোগদান করানো হচ্ছে। জোর করে যুদ্ধক্ষেত্রে নামানো হচ্ছে তাঁদের। এই খবর সামনে আসতেই তুমুল বিতর্ক শুরু হয়। এবার নতুন করে যোগদানের খবর নিয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্র।

বিদেশমন্ত্রকের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) জানিয়েছেন, সম্প্রতি ভারতীয়দেরকে রুশ সেনায় যোগদানের খবর জানা গিয়েছে। তিনি বলেন, ‘আমরা দিল্লি এবং মস্কো দুই জায়গাতেই রুশ কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরেছি। এই নিয়োগ বন্ধ করার এবং আমাদের নাগরিকদের মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছি। আমরা ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছি।’

রণধীর জয়সওয়ালের কথায়, ‘সরকার এর ঝুঁকি সম্পর্কে ভারতীয়দের বারবার জানিয়েছে।’ সকল ভারতীয় নাগরিককে রুশ সেনাবাহিনীতে যোগদানের যেকোনও প্রস্তাব থেকে দূরে থাকার অনুরোধ করা হয়েছে। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখনও ১৩ জন ভারতীয় মস্কোর বাহিনীতে রয়েছে। এর মধ্যে ১২ জন নিখোঁজ বলেও জানানো হয়েছে। ভারতীয়দের রুশ সেনায় যোগদানের বিষয়ে সংসদে এক প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছিলেন, ‘আমি মনে করি বেশিরভাগ ক্ষেত্রেই ভারতীয়রা বিভ্রান্ত হয়েছেন। অন্য কাজের কথা বলে তাঁদের রাশিয়ার সেনাবাহিনীতে যোগদান করানো হয়। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রুশ প্রেসিডেন্ট নিশ্চয়তা দিয়েছেন, ফৌজে থাকা সকল ভারতীয়দের অব্যাহতি দেওয়া হবে।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *