Md Shami | স্ত্রী হাসিনকে মাসে ৪ লক্ষ টাকা করে খোরপোশ! মহম্মদ সামিকে নির্দেশ কলকাতা হাইকোর্টের

Md Shami | স্ত্রী হাসিনকে মাসে ৪ লক্ষ টাকা করে খোরপোশ! মহম্মদ সামিকে নির্দেশ কলকাতা হাইকোর্টের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রাক্তন স্বামী ও তাঁর নাবালিকা সন্তানের জন্য ভরণপোষণ দিতে হবে মহম্মদ সামিকে। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অজয় মুখোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশ স্ত্রী ও কন্যার জন্য মাসে ৪ লক্ষ টাকা করে খোরপোশ দিতে হবে।

মহম্মদ সামির সঙ্গে স্ত্রী হাসিন জাহানের সম্পর্ক অতীত। এর আগে আলিপুর পারিবারিক আদালত প্রথমে সামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে ৫০ হাজার ও নাবালিকা কন্যার জন্য মাসে ৮০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন সামির প্রাক্তন স্ত্রী হাসিন। হাসিনের দাবি, ভারতীয় দলের এই ক্রিকেটার ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয়কর রিটার্নের যে তথ্য দিয়েছেন, সেই অনুযায়ী তাঁর রোজগার বছরে ৭ কোটি টাকার বেশি। অথচ নিম্ন আদালত সেই নথি বিবেচনার মধ্যে আনেনি। মঙ্গলবার মামলাটি ওঠে হাইকোর্টের বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের এজলাসে। বিচারপতি নিম্ন আদালতের রায়কে খারিজ করে বলেন, ‘প্রতিষ্ঠিত স্বামীর সঙ্গে থাকাকালীন স্ত্রী যে ভাবে জীবনযাপন করতে অভ্যস্ত ছিলেন, বর্তমানে একসঙ্গে না থাকায় তাঁর পক্ষে সেই জীবনযাপন করা সম্ভব নয়। অথচ সমাজ তাঁকে সেই ভাবেই দেখে অভ্যস্ত। তিনিও তাঁর সন্তানকে আর পাঁচজন প্রতিষ্ঠিত মানুষের সন্তানের মতোই নামী স্কুলে ভর্তি করতে চান। কিন্তু আর্থিক অন্তরায় সেই পথে কাঁটা। তাই স্ত্রী ও সন্তানের ভরণপোষণের জন্য মোট চার লাখ টাকা মাসে দিতে হবে।’

এদিন আদালতের নির্দেশ, সামি তাঁর প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে মাসিক দেড় লক্ষ টাকা ও নাবালিকা মেয়ের খরচের জন্য আড়াই লক্ষ টাকা করে দেবেন। যদিও সামির আইনজীবীরা হাইকোর্টে দাবি করেন, হাসিন নিজের সম্পর্কে অনেক তথ্য আদালতের কাছে গোপন করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *