অরিন্দম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ মহম্মদ সামি নাকি আনফিট!
তাঁর নাকি ফিটনেসের সমস্যা রয়েছে। অথচ, ২০২৩ সালে আহমেদাবাদে একদিনের বিশ্বকাপ ফাইনালের পর চোটের কারণে ক্রিকেট থেকে ছিটকে যাওয়া সামি এক বছর পর ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে ভারতীয় ক্রিকেটের মূলস্রোতে ফিরেছেন। বাংলার হয়ে রনজি ট্রফি খেলেছিলেন সামি। পরে বিজয় হাজারে ট্রফিও খেলেন। পরে টিম ইন্ডিয়ার হয়ে সাদা বলের ক্রিকেটেও তাঁকে দেখা গিয়েছে। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী টিম ইন্ডিয়ার অন্যতম সদস্য সামি। প্রায় শেষ পর্বে পৌঁছে যাওয়া অষ্টাদশ আইপিএলের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মোট ৯টি ম্যাচ খেলেছেন সামি। উইকেট সংখ্যা ছয়। তাঁকে দারুণ ছন্দে পাওয়া যায়নি। একইসঙ্গে সামির ফিটনেস নিয়ে সমস্যার কথাও জানানো হয়নি।
কিন্তু তারপরও মনে করা হয়েছিল, টিম ইন্ডিয়ার মিশন ইংল্যান্ডের স্কোয়াডে সামি থাকবেন। বিলেতে সামির অভিজ্ঞতা ভারতীয় দলের কাজে লাগতে পারে। আজ দুপুরে মুম্বইয়ে দল ঘোষণার পরই স্পষ্ট হয়ে যায়, সামি ‘বাদ’। যদিও জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘সামি পুরো ফিট নয়। আমরা ওকে ইংল্যান্ড সফরের জন্য ভেবেছিলাম। কিন্তু সেটা হচ্ছে না। দ্রুত সামি ফিট হয়ে যাক, এমনটাই চাই আমরা। প্রয়োজনে ইংল্যান্ড সিরিজে পরের দিকে ওকে পাঠানো যেতেই পারে।’ ঠিক একই কাণ্ড হয়েছিল টিম ইন্ডিয়ার শেষ অস্ট্রেলিয়া সফরের সময়। সামি ঘরোয়া ক্রিকেট খেললেই উড়ে যাবেন স্যর ডন ব্র্যাডম্যানের দেশে। সেদিনও বিস্তর জল্পনার পর টিম ইন্ডিয়ার বাইরেই থেকে গিয়েছিলেন সামি। বিলেত সফরেও একই ঘটনার পুনরাবৃত্তি হল।
৩৪ বছরের সামির ফিটনেস সমস্যা নতুন নয়। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপের আসরে হাঁটুর চোট তাঁকে বিশাল সমস্যায় ফেলেছিল। পরবর্তী সময়ে সেই হাঁটুর চোটের সঙ্গে কোমরের সমস্যাও সামনে আসে। বাংলার হয়ে রনজি খেলার সময় লম্বা স্পেল করলেই সামির হাঁটু ফুলে যাচ্ছিল। জমছিল ফ্লুইড। ইনজেকশনের মাদ্যমে সেই ফ্লুইড বার করতে হচ্ছিল। ভারতীয় ক্রিকেটের অন্দরের খবর, ফের সেই সমস্যা ফিরে এসেছে সামির। তাই সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে সব ম্যাচে খেলানোর ঝুঁকি নিতে পারেনি। রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সানরাইজার্সের শেষ ম্যাচের পর সামিকে ফের বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে। আর এখানেই সামনে আসছে সেই প্রত্যাশিত প্রশ্ন, সামি কি টেস্ট থেকে অবসরের ভাবনা শুরু করে দিয়েছেন?
স্পষ্ট জবাব এখনও কোথাও নেই। মিশন ইংল্যান্ডের দল ঘোষণার পর থেকে সামির সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা হয়েছিল। তিনি ফোন ধরেননি। মেসেজেরও জবাব দেননি। সামির ঘনিষ্ঠ মহলের খবর, টেস্ট থেকে অবসরের ভাবনা শুরু করে দিয়েছেন তিনি। ঠিক কবে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন সামি, সেটা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে রবিচন্দ্রন অশ্বীন, রোহিত শর্মা ও বিরাট কোহলির পর খুব দ্রুত টেস্ট থেকে অসবরের তালিকায় সামির নাম যুক্ত হতে চলেছে বলে খবর।