লখনউ: লখনউ সুপার জায়েন্টস ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। বড় অঘটন না হলে আগামীকাল ঋষভ পন্থদের সংসারে যোগ দিতে চলেছেন পেস বোলার মায়াঙ্ক যাদব।
চোটের কারণে দীর্ঘসময় ক্রিকেটের বাইরে রয়েছেন মায়াঙ্ক। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবের পর এখন তিনি ফিট। জানা গিয়েছে, আগামীকাল লখনউয়ে দলের সঙ্গে যোগ দিচ্ছেন মায়াঙ্ক। সম্ভবত ১৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে বল হাতে মাঠে দেখা যাবে মায়াঙ্ককে। মায়াঙ্কের প্রত্যাবর্তনে লখনউয়ের বোলিং আরও শক্তিশালী হতে চলেছে। এমনিতেই শার্দূল ঠাকুর, আবেশ খান, আকাশ দীপরা ভালো ছন্দেই রয়েছেন। সেই তালিকায় নয়া সংযোজন হিসেবে যুক্ত হল মায়াঙ্কের নাম। উল্লেখ্য, শেষ মরশুমে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে মোট ১১ কোটি টাকার বিনিময়ে লখনউ রিটেইন করেছিল মায়াঙ্ককে।