মাথাভাঙ্গা: মর্মান্তিক ঘটনা মাথাভাঙ্গায় (Mathabhanga)। জলে ডুবে মৃত্যু হল আড়াই বছর বয়সি এক শিশুকন্যার। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা মহকুমার প্রমোদনগর কলোনির মানসাই নদীর ঘাটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির নাম সুভদ্রা দাস। বাবা নেপাল দাস পেশায় ভ্রাম্যমান সবজি ব্যবসায়ী। প্রতিদিনের মতো খেলতে খেলতে এদিন শিশুটি নদীর ঘাটের দিকে চলে যায়। কিছুক্ষণ পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে ৬ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নদীর চরে ঘাস কাটতে যাওয়া এক ব্যক্তি শিশুটির দেহ জলে ভাসতে দেখেন। এরপর তিনি ওই শিশুটিকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
প্রতিবেশীরা জানিয়েছেন, নদীর ধার ঘেঁষে বসতি হওয়ায় এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা সবসময়ই থাকে। এদিনের শিশুর মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া পরিবার এবং এলাকায়।