Mathabhanga | কোচবিহার জেলা জুড়ে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার পুলিশের

Mathabhanga | কোচবিহার জেলা জুড়ে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার পুলিশের

ব্লগ/BLOG
Spread the love


কোচবিহার : বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে মাথাভাঙ্গা, পুন্ডিবাড়ি ও দিনহাটায় বড়সড় সাফল্য পেল পুলিশ। মঙ্গলবার রাতে কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে জেলা জুড়ে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানো হয়। আর সেই অভিযানেই মাথাভাঙ্গা থানা এলাকায় দুটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম দীপক বিশ্বাস ও ইন্দ্রজিৎ দাস। এছাড়াও মাথাভাঙ্গা থানা এলাকার নেন্দার পাড় থেকে দুটি সুতলি বোমা এবং শীতলকুচি থানা এলাকার লালবাজারে চারটি সুতলি বোমা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

কৃষিমেলা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও একটি ৩০৩ কার্তুজ সহ মজনু হক নামের এক যুবককে গ্রেপ্তার করা  হয়। ওই রাতেই  পুণ্ডিবাড়ি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পুণ্ডিবাড়ি সংলগ্ন দক্ষিণ কালারায়ের কুঠি এলাকার একটি ধাবার সামনে থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম লিপু দাস। বাড়ি নিউ কোচবিহারের বাইশগুড়ি এলাকায়। বুধবার মাথাভাঙ্গা শহরে নিজের দপ্তরে সাংবাদিক সম্মেলন করে মাথাভাঙ্গা ও মেখলিগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কোচবিহারের অতিরিক্ত জেলা পুলিশ সুপার সন্দীপ গড়াই এই খবর জানান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *