উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বহাল তবিয়তেই আছেন পাকিস্তানের কুখ্যাত জঙ্গি মাসুদ আজহার। সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জোর গলায় দাবি করেছিলেন মাসুদ নাকি পাকিস্তানে নেই। সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার। তিনি সেখানে ঘুরতে গিয়েছেন নাকি কোনও জঙ্গি কার্যকলাপ করতে গিয়েছেন তা অবশ্য জানা যায়নি। প্রাথমিকভাবে ভারতীয় গোয়েন্দাদের অনুমান, বেড়াতে গিয়েছে কুখ্যাত জঙ্গি।
জানা গিয়েছে, জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার বর্তমানে রয়েছেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাক অধিকৃত কাশ্মীরের একটি নিভৃত এলাকায়। এই এলাকায় জনবসতি অত্যন্ত কম। পর্যটকরাও খুব একটা যান না ওই এলাকায়। সেখানে দুটি মসজিদ এবং গুটিকতক মাদ্রাসা রয়েছে। কিন্তু ওই এলাকায় মাসুদ কেন গিয়েছে তা জানা যায়নি।
প্রসঙ্গত, অপারেশন সিঁদুরে এই বাহওয়ালপুরেও আক্রমণ শানিয়েছিল ভারতীয় সেনা। গুঁড়িয়ে দিয়েছিল বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তইবা ও হিজবুল মুজাহিদিনের সদর দপ্তর। খতম হয়েছিল বহু জেহাদি। পরিবারের ১৪ সদস্যকে হারায় মাসুদ। এবার জইশের ‘গড়’ বাহওয়ালপুরের আশেপাশেই দেখা গেল মাসুদ আজহারকে।
কে এই মাসুদ আজহার? বেড়াচ্ছে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার। ২০১৯ সালে পুলওয়ামা হামলার অন্যতম চক্রী ছিলেন মাসুদ। শুধু তাই নয়, ২০০১ সালের সংসদ ভবনে হামলা তথা ২০০৫ সালে অযোধ্যায় বিস্ফোরণ-সহ একাধিক নাশকতায় হাত রয়েছে আজহারের। এই কুখ্যাত জঙ্গিকে জায়গা দিয়েছে পাকিস্তান। পাক মদতেই দিনের পর দিন পাকিস্তানের নিরাপদ আশ্রয়ে দিন কাটাচ্ছে সে।