Marijuana Seized | বিহারে পাচারের ছক! বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার ২

Marijuana Seized | বিহারে পাচারের ছক! বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার ২

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


খড়িবাড়ি: বিহারে গাঁজা পাচার রুখে দিল খড়িবাড়ি পুলিশ (Kharibari Police)। বুধবার গভীর রাতে খড়িবাড়ির (Kharibari) বাঞ্ছাভিটা এলাকায় ২টি চার চাকার গাড়ি আটক করে ১৭৫ কেজি গাঁজা (Marijuana Seized) সহ গ্রেপ্তার করা হয় ২ পাচারকারীকে। ধৃতরা হল, হামিদুল হক ও নবি হোসেন। তারা কোচবিহারের (Cooch Behar) দিনহাটার (Dinhata) বাসিন্দা।

গতকাল গভীর রাতে দুটি গাড়ি বাগডোগরা-গলগলিয়া ৩২৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল। সন্দেহ হওয়ায় পুলিশ গাড়ি দুটিকে আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে থরে থরে সাজানো প্লাস্টিকে মোড়া গাঁজার প্যাকেট বাজেয়াপ্ত হয়। কোচবিহার থেকে বিহারে (Bihar) এই গাঁজা পাচারের ছক ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বাজেয়াপ্ত হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা।

ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাচারের কাজে ব্যবহৃত গাড়ি দুটি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় আরও কারা জড়িত তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *