উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাও দমন অভিযানে ফের বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর। শনিবার ঝাড়খণ্ডের (Jharkhand) গুমলা জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে জোরদার গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে তিন মাওবাদী (Maoists Killed)।
পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে ঘাঘরা থানার সীমানায় এই সংঘর্ষ ঘটে। মাওবাদীদের থাকার দল লুকিয়ে থাকার খবর পেয়েই ওই এলাকায় যৌথ অভিযান চালিয়েছিল পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। এরপরই শুরু হয় দুই পক্ষের গুলির লড়াই। নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় তিন মাওবাদীর।
ঝাড়খণ্ডের একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একে-৪৭ সহ তিনটি স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার হয়েছে। ওই এলাকায় এখনও পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। নিহত তিন মাওবাদী ঝাড়খণ্ড জন মুক্তি পরিষদ (JJMP)-এর সদস্য বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদীমুক্ত ভারত গড়ে উঠবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। সেই লক্ষ্যেই ছত্তিশগড়, ঝাড়খণ্ডের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে একটি বৃহৎ পরিসরে মাওদমন অভিযান চলছে। আর তাতে মিলছে সাফল্যও। গত সপ্তাহেই ঝাড়খণ্ডের বোকারো জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছিল দুই মাওবাদীর। এবার আরও একবার সাফল্য মিলল নিরাপত্তাবাহিনীর অভিযানে।