Maoist demise | আবার ছত্তিসগড়! নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত ২ মহিলা মাওবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

Maoist demise | আবার ছত্তিসগড়! নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত ২ মহিলা মাওবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হল ২ মাওবাদী গেরিলার। সোমবার ছত্তিসগড়ের(Chhattisgarh) গড়িয়াবান্দ জেলার জঙ্গলে কেন্দ্রীয় আধা-সেনাবাহিনী, ‘কোবরা’ এবং ওড়িশার স্পেশাল অপারেশন গ্রুপ(SOG)-এর যৌথ অভিযান চলাকালীন এই দুই মহিলা মাওবাদী গেরিলার মৃত্যু হয়। গুলির লড়াইয়ে একজন কোবরা কমান্ডো-র সামান্য চোট লেগেছে বলে জানা গিয়েছে।

প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, নিহত ২ জন নিষিদ্ধ সংগঠন সিপিআই(মাওবাদী)-এর সশস্ত্র বাহিনী পিপলস লিবারেশন গেরিলা আর্মি (PLGA)-র সদস্য ছিল। যদিও এদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। সূত্রের খবর, অভিযানের দরুন ওই এলাকা থেকে আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করে নিরাপত্তাবাহিনীর জওয়ানরা। এদিন গোপন সূত্রে আগে থেকেই খবর ছিল বাহিনীর কাছে যে ওই অঞ্চলে রয়েছেন মাওবাদী গেরিলারা। সে খবরের ভিত্তিতেই এদিন অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্রের সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, এই ২ মাওবাদীর মৃত্যুর সঙ্গেই কিন্তু এই বছরে ছত্তিসগড়ে মাওবাদী হত্যার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮। গত বছরে এই সংখ্যাটি ছিল ২১৯।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *