উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার মা হলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত (Manosi Sengupta)। বুধবার সকালে একথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। পুত্রসন্তানের (Child boy) জন্ম দিয়েছেন মানসী। তাঁর বছর সাতেকের এক কন্যাসন্তানও রয়েছে।
এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন মানসী লেখেন ‘ছেলে হয়েছে’। এরপরই সকলে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মানসীকে। বর্তমানে মা ও সন্তান দুজনেই ভালো রয়েছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন মানসী। বুধবার সকালেই খুশির খবর দিলেন অভিনেত্রী। একটা সময় মানসীর সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক প্রায় শেষ হতে বসেছিল। বিবাহবিচ্ছেদের কথাও ভেবেছিলেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত মেয়ের কথা ভেবেই সব ঝামেলা মিটিয়ে নেন দুজনে। গত ডিসেম্বরেই মানসী জানিয়েছিলেন, তিনি দ্বিতীয়বার মা হতে চলেছেন।
প্রসঙ্গত, মানসী একটা সময় মডেলিংয়ের পাশাপাশি টেলিভিশনে সঞ্চালনার কাজও করেছেন। এরপর ‘ডার্ক চকোলেট’, ‘চালবাজ’, ‘বিবাহ অভিযান’-এর মতো ছবিতে অভিনয় করেছেন মানসী। ‘মেমবউ’, ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। এছাড়াও ‘নিমফুলের মধু’ ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে মানসী দর্শকদের নজর কেড়েছেন।