Mann Ki Baat | প্রান্তিক ও দরিদ্রদের কথা ভেবে তৈরি হচ্ছে নতুন ক্রীড়ানীতি, মন কি বাতে বললেন মোদি

Mann Ki Baat | প্রান্তিক ও দরিদ্রদের কথা ভেবে তৈরি হচ্ছে নতুন ক্রীড়ানীতি, মন কি বাতে বললেন মোদি

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ খেলাধুলোকে গ্রামীণ এলাকায় বাসিন্দাদের জীবনযাপনের অঙ্গ হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় কেন্দ্র। রবিবার মন কী বাত অনুষ্ঠানে এই ইচ্ছে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির দাবি, নতুন ক্রীড়ানীতি ভারতকে বিশ্বের দরবারে তুলে ধরবে সুপারপাওয়ার হিসাবে। গ্রামের প্রান্তিক মানুষ, দরিদ্র এবং মেয়েদের খেলাধুলোর আঙিনায় আনার লক্ষ্যেই নতুন ক্রীড়ানীতি তৈরি হচ্ছে বলে দাবি মোদির।

মন কী বাত অনুষ্ঠানে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “খেলো ইন্ডিয়া নীতিতে সবচেয়ে প্রাধান্য পাবেন গ্রাম, গরিব এবং আমাদের মেয়েরাই। স্কুল এবং কলেজগুলি খেলাধুলোকে দৈনন্দিন জীবনের অংশ বানিয়ে ফেলবে। গুরুত্ব দেওয়া হবে খেলা সম্পর্কিত স্টার্টআপ গুলিকে। সেটা স্পোর্টস ম্যানেজমেন্টের হোক বা ক্রীড়া সরঞ্জাম উৎপাদক সংস্থার স্টার্ট আপ হোক। এই সব স্টার্ট আপকে সাহায্য করবে সরকার।”

এদিন প্রধানমন্ত্রী দাবি করেন, খেলো ইন্ডিয়া নীতির প্রশংসা করেছেন সকলেই। বহু প্রান্তিক এলাকার অ্যাথলিট উপকৃত হওয়ায় তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। এই নীতির উদ্দেশ্য স্পষ্ট, ভারতকে ক্রীড়াক্ষেত্রে সুপার পাওয়ার হিসাবে তুলে ধরা।

প্রসঙ্গত, সম্প্রতি জাতীয় ক্রীড়া নীতি (NSP) ২০২৫-এ অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদির মন্ত্রিসভা। এনএসপি ২০২৫-এর মূল লক্ষ্য ভারতকে বিশ্বের ক্রীড়াজগতে শক্তিশালী করে তোলা ও ২০৩৬-র অলিম্পিক-সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা। এই ক্রীড়ানীতির আওতায় বিশেষ কর্মসূচি নেওয়া হবে মহিলা, উপজাতি সম্প্রদায়, বিশেষভাবে সক্ষম ও অর্থনৈতিকভাবে অনগ্রসরদের জন্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *