Manipur Violence | ফের উত্তপ্ত মণিপুর, কুকির দুই গোষ্ঠীর সংঘর্ষ, মৃত ৫

Manipur Violence | ফের উত্তপ্ত মণিপুর, কুকির দুই গোষ্ঠীর সংঘর্ষ, মৃত ৫

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত মণিপুর (Manipur Violence)। মঙ্গলবার নোনি জেলায় কুকি-চিন দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। তাতে মৃত্যু হয় ৫ জনের। মৃত ৫ জনই চিন কুকি মিজো আর্মি (CKMA) সদস্য বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি (UKNA) থেকে বিচ্ছিন্ন হয়ে ২ বছর আগে তৈরি করা হয়েছিল এই সংগঠন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে জেলা সদর দপ্তর নুংবা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে। পুলিশের এক ঊর্ধ্বতন কর্তা জানান, এই অঞ্চলটি মূল এলাকা থেকে কার্যত বিচ্ছিন্ন। সহজে পৌঁছোনো সম্ভব নয়। সড়ক পথ বা মোবাইল নেটওয়ার্ক না থাকায় ঘটনার পর অনেক দেরিতে পুলিশে কাছে খবর আসে। খবর পাওয়ার পরই এলাকায় নিরাপত্তাবাহিনীর একটি টিম পাঠানো হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ভারত-মায়ানমার সীমান্তের আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে এই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বাধে, যা পরে সংঘর্ষের রূপ নেয়।

একেই জাতিগত হিংসায় উত্তপ্ত মণিপুর। ২০২৩ সালের মে মাস থেকে এই হিংসায় ২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ঘরছাড়া বহু। সেনা নামিয়ে ওই অঞ্চলের পরিস্থিতি কিছুটা সামলানো গেলেও এখনও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। সংশ্লিষ্ট অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *