উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আবার উত্তপ্ত মণিপুর! এবার অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের হামলায় মৃত্যু হল ৪ জনের। সোমবার ঘটনাটি ঘটে মণিপুরের চূড়াচাঁদপুর জেলার মংজাং গ্রামের কাছে। চূড়াচাঁদপুর শহর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি।
জানা গিয়েছে, এদিন দুপুর ২ টার সময় একটি গাড়িতে করে ৪ জন ব্যক্তি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় এক অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ তাঁদের রাস্তা আটকায় এবং গুলি চালিয়ে তাঁদের হত্যা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছায় পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়েছে দুষ্কৃতী।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মৃত ব্যক্তিদের নাম আলিয়াস থাকপি(৪৮), শেখোজিন(৩৪), লেংগৌহাউ(৩৫) এবং ফালহিং(৭২)। ঘটনাস্থল থেকে ১২ টি খালি কার্তুজের শেল উদ্ধার হয়েছে। শুরু হয়েছে ঘটনার তদন্ত।