উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আবার বিতর্কে জড়ালেন মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটে (Manikrao Kokate)। কিছুদিন আগে কৃষকদের নিয়ে তাঁর করা মন্তব্যে বিতর্ক ছড়িয়েছিল। এবার তিনি বিতর্কে জড়ালেন বিধানসভায় বসে অনলাইনে তাস খেলার জন্য। আর এই ঘটনার খেসারত হিসাবে কেড়ে নেওয়া হয়েছে তাঁর মন্ত্রিত্ব। তবে এখানেই শেষ নয়। কৃষিমন্ত্রক কেড়ে নেওয়া হলেও, সে জায়গায় ক্রীড়ামন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, খেলার প্রতি তাঁর ‘বিশেষ আগ্রহে’র কারণেই কি তাঁকে ক্রিড়ামন্ত্রকের দায়িত্ব দেওয়া হল?
এদিনের এই ঘটনার পর বৈঠক করেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এবং উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। প্রসঙ্গত, মানিকরাও অজিত গোষ্ঠীর এনসিপি বিধায়ক। ওই বৈঠকে তাঁকে কৃষিমন্ত্রকের থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর জায়গায় দায়িত্বে আসেন এনসিপি-র আরেক মন্ত্রী দত্তাত্রেও ভারনে।
জানা গিয়েছে, ঘটনাটির পরে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান মানিকরাও। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও জানান তিনি। কিন্তু তারপরেও কৃষিমন্ত্রিত্ব হারাতে হয় তাঁকে। যদিও তার বদলে ক্রিড়ামন্ত্রকের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। সূত্রের খবর, প্রথমে মানিকরাওকে মন্ত্রিত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া না হলেও দলের অন্দরে ক্ষোভ বাড়ছিল তাঁকে নিয়ে। সেই কারণেই কৃষিমন্ত্রক থেকে তাঁকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।