মানিকচক: মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রকে প্রাণে মারার চেষ্টা দুষ্কৃতীদের! ঘটনাটি ঘটেছে মানিকচকের চণ্ডীপুরের কাছে। অভিযোগ, বিধায়কের গাড়িতে সামনে থেকে সজোরে অন্য একটি গাড়ি ধাক্কা মারার চেষ্টা করে। বিধায়কের গাড়ি চালকের পারদর্শিতায় কোনও রকমে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। পরে আবার বিধায়কের গাড়ির পিছু নেয় দুষ্কৃতীদের সেই গাড়িটি। বিধায়কের গাড়ি অতিক্রম করে নির্জন স্থানে গাড়ি দাঁড় করিয়ে দুষ্কৃতীরা আবারও বিধায়কের উপর হামলার পরিকল্পনা করছে বুঝতে পেরে কোনও রকমে গাড়ি ঘুরিয়ে একপ্রকার পালিয়ে প্রাণে বাঁচেন বিধায়ক সাবিত্রী মিত্র। খবর দেওয়া হয় পুলিশে। এরপর মানিকচক ও ইংরেজবাজার থানার পুলিশের নিরাপত্তা বেষ্টনীতে মালদা শহরের সদরঘাটের বাড়িতে ফেরেন বিধায়ক সাবিত্রী মিত্র।
প্রসঙ্গত, বিধায়ক সাবিত্রী মিত্রের পৃষ্ঠপোষকতায় মানিকচকে গত ২৪ জানুয়ারি থেকে চলছে এমএলএ কাপ। আগামী রবিবার তার ফাইনাল খেলা। সেই ফাইনাল খেলার প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার সন্ধ্যায় এনায়েতপুর মাঠে আসেন সাবিত্রী মিত্র। আয়োজকদের সঙ্গে একটি মিটিংও করেন। মিটিং শেষ করে সাড়ে নটা নাগাদ এনায়েতপুর থেকে মালদা শহরের সদরঘাটের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সাবিত্রী মিত্র।
তিনি বলেন, ‘মানিকচকের চণ্ডীপুরের কাছে প্রথমে একটি গাড়ি সামনে থেকে এসে আমাদের গাড়িকে ধাক্কা মারার চেষ্টা করে। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো কোন দুর্ঘটনা। কিন্তু পরে আবারও সেই গাড়িটি আমাদের পিছু নেয়। মিল্কির কাছে নির্জন স্থানে আমাদের গাড়িকে অতিক্রম করে দাঁড়িয়ে পড়ে। বিপদ বুঝতে পেরে আমাদের গাড়ির ড্রাইভার গাড়ি ঘুরিয়ে মানিকচকের দিকে রওনা দেয়। ‘ বিধায়কের দাবি,,’কোনও রকমে পালিয়ে প্রাণে বেঁচেছি। সমস্ত বিষয় পুলিশকে জানিয়েছি। দুষ্কৃতীরা হামলা চালানোর জন্য যে গাড়িটি ব্যবহার করেছিল সেই গাড়ির নাম্বারও দিয়েছি। পুলিশ আমাকে নিরাপত্তা দিয়ে আমার সদরঘাটের বাড়িতে পৌঁছে দিয়েছে।’