উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিল্পস্থাপণে গতি আনতে শিল্প সমন্বয় কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে উদ্বোধন করলেন নতুন পোর্টালেরও। এই পোর্টালের মাধ্যমেই গোটা বিষয়টি নজরদারি চালাবে শিল্প সমন্বয় কমিটি। এই পোর্টালের মাধ্যমেই রাজ্যে শিল্পের জন্য কতটা জমি আছে, কোন জমিতে কোন শিল্প সংস্থা আবেদন করেছে, কতদূর কাজ এগিয়েছে সবটা জানা যাবে। মুখ্যমন্ত্রী সোমবার জানান, অনেক সময় গড়িমসির জন্য প্রকল্পের কাজে দেরি হয়ে যায়, এই জিনিস আর সহ্য করা হবে না। সময়ের কাজ সময়ে শেষ করতে হবে। গড়িমসির জন্য বাংলার ভবিষ্যত যেন নষ্ট না হয়। সেজন্যই এই পোর্টাল।
মুখ্যমন্ত্রী সরকারি বিভিন্ন দপ্তরের জমির খোঁজ পেতে নয়া ডেডলাইন বেঁধে দিয়েছেন। ৭ দিনের মধ্যে কোন দপ্তরের কোথায় কত জমি পড়ে রয়েছে তার তালিকা নবান্নে জানাতে হবে। জমি যাতে কখনই অন্তরায় না হয় সেটা নিশ্চিত করতে য়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও দমকল ও পরিবেশ দপ্তরকেও অনুমতি দেওয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তিনি। রাজ্য স্তরে শিল্প স্থাপণের জন্য যে কমিটি গঠিত হয়েছে সেই কমিটিকে নিয়ে চার দিন অন্তর বৈঠকে বসবেন মুখ্য সচিব। পাশাপাশি জেলাস্তরেও কমিটি গঠনে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবারের বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে বাংলায় শিল্প স্থাপনে ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকার প্রস্তাব এসেছে। এর আগে ১৯ লক্ষ কোটি টাকার প্রস্তাব এসেছিল। প্রশাসনের দাবি, যার মধ্যে ১৩ লক্ষ টাকার প্রকল্প প্রায় শেষের পথে। বাকিটাও প্রক্রিয়ায় রয়েছে। এরপরই মুখ্যমন্ত্রী জানান,বিজিবিএসে বিনিয়োগের প্রস্তাব নিয়ে আসা শিল্প সংস্থাগুলির মধ্যে কাদের শিল্পায়ন স্থাপনের কাজের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।